জোয়ারি

জোয়ারি1 -বিণ. জোয়ার থেকে প্রস্তুত (জোয়ারি রুটি)। জোয়ারি2 [ jōẏāri2 ] বি. যে ফলকটি তানপুরা সেতার প্রভৃতি বাদ্যযন্ত্রের তার ধারণ করে, bridge. [হি. জবারী]। জোয়ারি করা ক্রি. বি. জোয়ারি পরিষ্কার করা; জোয়ারি সাফ করে সুরে বাঁধা।

জোয়ার

জোয়ার1 [ jōẏāra1 ] বি. চন্দ্রসূর্যের আকর্ষণে সমুদ্র ও নদনদীর জলস্ফীতি (তু. ভাঁটা)। [হি. জুবার (< সং. জলবার)]। জোয়ার2 [ jōẏāra2 ] বি. গমজাতীয় শস্যবিশেষ। [হি. জওয়ার, জবার]।  

জোয়ান

জোয়ান1 [ jōẏāna1 ] বি. মশলা হিসাবে ব্যবহৃত ক্ষুদ্র শস্যবিশেষ। [< সং. যমানী]। জোয়ান2 [ jōẏāna2 ] বি. 1 যুবক; 2 বলবান ব্যক্তি; 3 যোদ্ধা (জোয়ানরা দেশের জন্য লড়ছে)। ☐ বিণ. হৃষ্টপৃষ্ট; বলিষ্ঠ (জোয়ানমর্দ)। [ফা. জবান-তু. সং. যুবন্]।

জোড় মেশা

জোড় খাওয়া, জোড় মেশা ক্রি. বি. ঠিকভাবে সংযুক্ত হওয়া, মিশ হওয়া (এটার সঙ্গে ওটা ঠিক জোড় খাবে না)।

জোড় খাওয়া

জোড় খাওয়া, জোড় মেশা ক্রি. বি. ঠিকভাবে সংযুক্ত হওয়া, মিশ হওয়া (এটার সঙ্গে ওটা ঠিক জোড় খাবে না)।

জোড়হাত

জোড়হাত বি. কৃতাঞ্জলি হয়ে অর্থাত্ দুই করতল যুক্ত করে নমস্কার করার ভঙ্গিবিশেষ।

জোড়সংখ্যা

জোড়সংখ্যা বি. যুগ্ম সংখ্যা, 2-দ্বারা বিভাজ্য সংখ্যা।

জোড়হাত

জোড়হাত বি. কৃতাঞ্জলি হয়ে অর্থাত্ দুই করতল যুক্ত করে নমস্কার করার ভঙ্গিবিশেষ।

জোড়ে যাওয়া

জোড়ে যাওয়া ক্রি. বি. বিবাহের পর স্ত্রীকে নিয়ে বরের প্রথম শ্বশুরালয়ে যাওয়া।

জোড়ে যাওয়া

জোড়ে যাওয়া ক্রি. বি. বিবাহের পর স্ত্রীকে নিয়ে বরের প্রথম শ্বশুরালয়ে যাওয়া।