জন্মের শোধ

জন্মের শোধ ক্রি-বিণ. জন্মের মতো, শেষবার বা শেষবারের মতো (জন্মের শোধ খেয়ে নাও)।

জালানো

জালানো [ jālānō ] জ্বালানে -র অধিকতর চলিত রূপ।

জালানি

জালানি  [ jālāni ] জ্বালানি -র অধিকতর চলিত রূপ।

নামে নামে

নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)।

জোলা

জোল, জোলা1 [ jōla, jōlā1 ] বি. সংকীর্ণ বা অপরিসর খাল, লম্বা কিন্তু সরু খাত। [জুলি দ্র]। জোলা2 [ jōlā2 ] বি. মুসলমান তাঁতি। [ফা. জুলাহ]। স্ত্রী. জোলানি।

জোল

জোল, জোলা1 [ jōla, jōlā1 ] বি. সংকীর্ণ বা অপরিসর খাল, লম্বা কিন্তু সরু খাত। [জুলি দ্র]। জোলা2 [ jōlā2 ] বি. মুসলমান তাঁতি। [ফা. জুলাহ]। স্ত্রী. জোলানি।

জোরানো

জোরদার, জোরানো বিণ. বলবান, শক্তিশালী; প্রবল (জোরালো আন্দোলন)।

জোরদার

জোরদার, জোরানো বিণ. বলবান, শক্তিশালী; প্রবল (জোরালো আন্দোলন)।

জোরাজুরি

জোরাজুরি বি. ক্রমাগত বলপ্রয়োগ বা চাপসৃষ্টি।