খোয়া
খোয়া১ [ khōẏā ] বি. ১. জমাট-বাঁধানো শুকনো ক্ষীর (সচ. খোয়াক্ষীর); ২. ইটের টুকরো (খোয়া ভাঙে)। [হি. খোয়া < সং. ক্ষয়]। খোয়া২ [ khōẏā ] ক্রি. হারানো; নষ্ট করে ফেলা (কলমটাকে কীভাবে খোয়ালে? সম্মান খোয়ানো)। ☐ বিণ. হারিয়ে গেছে এমন; নষ্ট; অপহৃত (কলমটা খোয়া গেছে)। [সং. ক্ষয়িত]। খোয়া যাওয়া ক্রি. বি. হারিয়ে যাওয়া; চুরি যাওয়া। খোয়ানো ক্রি. হারানো, নষ্ট করে ফেলা (সর্বস্ব খোয়ানো, মানসম্মান খুইয়েছে)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
খোঁয়ারি ভাঙা
খোঁয়ারি ভাঙা ক্রি. বি. মদের নেশার পর যে অবসাদ আসে তা দূর করার জন্য পুনরায় অল্পমাত্রায় মদ খাওয়া।
খোঁচাখুঁচি
খোঁচাখুঁচি বি. কার্যসিদ্ধির জন্য নানা দিকে খোঁচার প্রয়োগ; পরস্পর খোঁচা দেওয়া; ক্রমাগত বিরক্ত করা (ব্যাপারটা নিয়ে এত খোঁচাখুঁচি করছ কেন?)।