খইয়া

খইয়া, খইয়ে বিণ. খইয়ের মতো আকার বা রংবিশিষ্ট (খইয়ে গোখরো)। (মুখে) খই ফোটা অনবরত বকবক করা, অনর্গল কথা বলা (ছেলেটার মুখে যেন খই ফুটছে)।

খইচুর

খইচুর বি. চিনির রসে পাক দেওয়া মিষ্টান্নবিশেষ।

খইচালা

খইচালা বি. ভাজা খই থেকে তুষ ও অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস বার করে দেবার চালনি।

খই

খই [ khi ] বি. ধান ভেজে প্রস্তুত মুড়িজাতীয় খাদ্যবিশেষ, লাজ। [সং. খদিকা]। খইচালা বি. ভাজা খই থেকে তুষ ও অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস বার করে দেবার চালনি। খইচুর বি. চিনির রসে পাক দেওয়া মিষ্টান্নবিশেষ। খইঢেকুর বি. চোঁয়া ঢেকুর। খইয়া, খইয়ে বিণ. খইয়ের মতো আকার বা রংবিশিষ্ট (খইয়ে গোখরো)। (মুখে) খই ফোটা অনবরত বকবক করা, অনর্গল কথা বলা (ছেলেটার মুখে যেন খই ফুটছে)।

খ১ – বাংলা ভাষার দ্বিতীয় ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য খ্ ধ্বনির দ্যোতক বর্ণ। n. the second consonant of the Bengali alphabet. খ২ – বি. আকাশ (খগ, খেচর, খদ্যোত); (অপ্রচলিত) সূর্য, ইন্দ্রিয়। [সং.] n. the sky, the air (খগোল, খপোত).