খগ

খগ [ khaga ] বি. (আকাশে বিচরণ করে বলে) পাখি। [সং. খ + √ গম্ + অ]। খগপতি, খগরাজ, খগেন্দ্র বি. পাখিদের রাজা, গরুড়।

খকখকে

খকখকে বিণ. খকখক আওয়াজযুক্ত।

খকখকানি

খকখকানি বি. ক্রমাগত সশব্দে কাশি বা হাসি।

খকখক

খকখক অব্য. ক্রমাগত কাশি বা হাসির শব্দ।

খক

খক, খক্ [ khaka, khak ] অব্য. কাশির বা হাসির শব্দ (খক করে কেশে উঠল)। খকখক অব্য. ক্রমাগত কাশি বা হাসির শব্দ। খকখকানি বি. ক্রমাগত সশব্দে কাশি বা হাসি। খকখকে বিণ. খকখক আওয়াজযুক্ত।

খওয়ানো

খওয়ানো ক্রি. ক্ষয় করে দেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

খওয়া

খওয়া [ khōẏā ] ক্রি. ক্ষয় হওয়া (পেনসিলটা খয়ে গেছে)। ☐ বিণ. ক্ষয়প্রাপ্ত (খওয়া দাঁত)। ☐ বি. ক্ষয়। [সং. ক্ষয় + বাং. আ]। খওয়ানো ক্রি. ক্ষয় করে দেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

খইল

খইল, (কথ্য) খোল [ khila,  khōla ] বি. তিল সরষে প্রভৃতি থেকে তেল বার করে নেবার পর অবশিষ্ট ছিবড়ে। [সং. খলি]।

খইনি

খইনি [ khini ] বি. চূন-মাখানো তামাকপাতা; শুকনো তামাকপাতায় চূন মাখিয়ে প্রস্তুত নেশার বস্তুবিশেষ (খইনি মুখে সেপাই)। [হি.]।

খইয়ে

খইয়ে, খইয়া  বিণ. খইয়ের মতো আকার বা রংবিশিষ্ট (খইয়ে গোখরো)। (মুখে) খই ফোটা অনবরত বকবক করা, অনর্গল কথা বলা (ছেলেটার মুখে যেন খই ফুটছে)।