খ খগ খগ [ khaga ] বি. (আকাশে বিচরণ করে বলে) পাখি। [সং. খ + √ গম্ + অ]। খগপতি, খগরাজ, খগেন্দ্র বি. পাখিদের রাজা, গরুড়।
খ খক খক, খক্ [ khaka, khak ] অব্য. কাশির বা হাসির শব্দ (খক করে কেশে উঠল)। খকখক অব্য. ক্রমাগত কাশি বা হাসির শব্দ। খকখকানি বি. ক্রমাগত সশব্দে কাশি বা হাসি। খকখকে বিণ. খকখক আওয়াজযুক্ত।
খ খওয়া খওয়া [ khōẏā ] ক্রি. ক্ষয় হওয়া (পেনসিলটা খয়ে গেছে)। ☐ বিণ. ক্ষয়প্রাপ্ত (খওয়া দাঁত)। ☐ বি. ক্ষয়। [সং. ক্ষয় + বাং. আ]। খওয়ানো ক্রি. ক্ষয় করে দেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
খ খইল খইল, (কথ্য) খোল [ khila, khōla ] বি. তিল সরষে প্রভৃতি থেকে তেল বার করে নেবার পর অবশিষ্ট ছিবড়ে। [সং. খলি]।
খ খইনি খইনি [ khini ] বি. চূন-মাখানো তামাকপাতা; শুকনো তামাকপাতায় চূন মাখিয়ে প্রস্তুত নেশার বস্তুবিশেষ (খইনি মুখে সেপাই)। [হি.]।
খ খইয়ে খইয়ে, খইয়া বিণ. খইয়ের মতো আকার বা রংবিশিষ্ট (খইয়ে গোখরো)। (মুখে) খই ফোটা অনবরত বকবক করা, অনর্গল কথা বলা (ছেলেটার মুখে যেন খই ফুটছে)।