খচাখচ

খচাখচ ক্রি. বিণ. খচখচ  শব্দে এবং অতি দ্রূত (ফুলগাছগুলো খচাখচ কেটে দিল; খচাখচ লিখে দিলাম)।

খচখচানি

খচখচানি বি.  ক্রমাগত বকুনি বা তিরস্কার, খিচখিচ করা, ক্যাটক্যাট করা।

খচখচ

খচখচ অব্য. ক্রমাগত কাটবার বা  বেঁধবার শব্দ। খচখচ করা ক্রি. বি. ক্রমাগত কর্কশ বা কষ্টকর স্পর্শের অনুভূতি হওয়া (এই  অস্বস্তিটা সর্বদা মনের মধ্যে খচখচ করছে; ভাতে কাঁকর খচখচ করছে)।

খচ

খচ, খচ্ [ khaca, khac ] অব্য. বি. ছুঁচলো বস্তু বিঁধে যাবার বা কাঁটা বেঁধার (কল্পিত) আওয়াজ (খচ করে ছুঁচটা আঙুলে ফুটে গেল)। খচখচ অব্য. ক্রমাগত কাটবার বা  বেঁধবার শব্দ। খচখচ করা ক্রি. বি. ক্রমাগত কর্কশ বা কষ্টকর স্পর্শের অনুভূতি হওয়া (এই  অস্বস্তিটা সর্বদা মনের মধ্যে খচখচ করছে; ভাতে কাঁকর খচখচ করছে)। খচখচানি বি.  ক্রমাগত বকুনি বা তিরস্কার, খিচখিচ করা, ক্যাটক্যাট করা। খচাখচ ক্রি. বিণ. খচখচ  শব্দে এবং অতি দ্রূত (ফুলগাছগুলো খচাখচ কেটে দিল; খচাখচ লিখে দিলাম)। খচখচে বিণ.  খচখচ করে এমন।

খগোলবিদ্যা

খগোলবিদ্যা বি. নভোবিজ্ঞান; জ্যোতির্বিজ্ঞান, astronomy.

খগোল

খগোল [ khagōla ] বি. ১. নভোমণ্ডল; ২. নভোমণ্ডলের প্রতিরূপক কৃত্রিম গোলক।  [সং. খ + গোল]। খগোলবিদ্যা বি. নভোবিজ্ঞান; জ্যোতির্বিজ্ঞান, astronomy.

খগম

খগম [ khagama ] বি.  ১. পাখি;  ২. জনৈক পৌরাণিক ঋষিপুত্র যিনি নিজের কৃতকর্মের ফলে সহস্রপাদ নামে এক ঋষিবন্ধুর শাপে ঢোঁড়া সাপে পরিণত হয়েছিলেন। ☐ বিণ. আকাশে বিচরণকারী। [সং. খ + √ গম্ + অ]।

খগেন্দ্র

খগেন্দ্র, খগপতি, খগরাজ বি. পাখিদের রাজা, গরুড়।

খগরাজ

খগরাজ, খগেন্দ্র, খগপতি বি. পাখিদের রাজা, গরুড়।

খগপতি

খগপতি, খগরাজ, খগেন্দ্র বি. পাখিদের রাজা, গরুড়।