খঞ্জনি

খঞ্জনি [ khañjani ] বি. চামড়া দিয়ে একমুখ-ঢাকা এবং করতাল-লাগানো ছোট  গোলাকার বাদ্যযন্ত্রবিশেষ। [দেশি]।

খঞ্জনগঞ্জন আঁখি

খঞ্জনগঞ্জন আঁখি বি. যে চোখ খঞ্জন পাখির (সুন্দর ও  চঞ্চল) চোখকেও লজ্জা দেয় বা পরাজিত করে, অত্যন্ত সুন্দর ও চঞ্চল চোখ।

খঞ্জনিকা

খঞ্জনিকা, খঞ্জনা  [ khañjanikā, khañjanā ] বি. (স্ত্রী.) ১. স্ত্রী-খঞ্জন, খঞ্জন পাখির স্ত্রী; ২. খঞ্জনের মতো পক্ষিণীবিশেষ, কাদাখোঁচা।

খঞ্জনা

খঞ্জনা, খঞ্জনিকা [ khañjanā, khañjanikā ] বি. (স্ত্রী.) ১. স্ত্রী-খঞ্জন, খঞ্জন পাখির স্ত্রী; ২. খঞ্জনের মতো পক্ষিণীবিশেষ, কাদাখোঁচা।

খঞ্জন

খঞ্জন [ khañjana ] বি. চঞ্চল স্বভাবের লেজ-নাচানো ছোট পাখিবিশেষ। [সং. √খন্জ্ + অন]। খঞ্জনা, খঞ্জনিকা [ khañjanā, khañjanikā ] বি. (স্ত্রী.) ১. স্ত্রী-খঞ্জন, খঞ্জন পাখির স্ত্রী; ২. খঞ্জনের মতো পক্ষিণীবিশেষ, কাদাখোঁচা। খঞ্জনগঞ্জন আঁখি বি. যে চোখ খঞ্জন পাখির (সুন্দর ও  চঞ্চল) চোখকেও লজ্জা দেয় বা পরাজিত করে, অত্যন্ত সুন্দর ও চঞ্চল চোখ।

খঞ্জ

খঞ্জ [ khañja ] বিণ. খোঁড়া (খঞ্জ ভিখারি গান গায়)। [সং. √ খন্জ্ + অ]। বি. খঞ্জতা, খঞ্জত্ব।

খঞ্চিপোষ

খঞ্চিপোষ, খঞ্চাপোষ  বি. খঞ্চার ঢাকনি বা আবরণ।

খঞ্চাপোষ

খঞ্চাপোষ, খঞ্চিপোষ  বি. খঞ্চার ঢাকনি বা আবরণ।