খটাশ

খটাশ, খাটাশ [ khaṭāśa, khāṭāśa ] বি. ১. নকুলজাতীয় মাংসাশী  জন্তুবিশেষ, polecat; ২. ভাম, খট্টাশ, গন্ধগোকুল, civet cat. [সং.  খট্টাশ]।

খটাত্

খটাত্ [ khaṭāt ] অব্য. খট-এর চেয়ে জোর শব্দ (জানালাটা খটাত্ করে উঠল)।  [দেশি, ধ্বন্যা.]।

খটোমটো

খটোমটো, খটমট [ khaṭa-maṭa, khaṭō-maṭō ] বিণ. দুর্বোধ্য, জটিল  (খটমট বিষয়, খটোমটো অঙ্ক)। [দেশি]।

খটমট

খটমট, খটোমটো [ khaṭa-maṭa, khaṭō-maṭō ] বিণ. দুর্বোধ্য, জটিল  (খটমট বিষয়, খটোমটো অঙ্ক)। [দেশি]।

খটকা

খটকা [ khaṭakā ] বি. সন্দেহ, সংশয়, অবিশ্বাস (‘মনে লাগে খটকা’: সু.  রা)। [হি. খট্কা]।

খটখটে

খটখটে বিণ. শুকনো, জলহীন (খটখটে  মেঝে, খটখটে দিন)।

খটাখট

খটাখট, খটখট অব্য. ক্রমাগত ‘খট’ শব্দ;  অতি শুষ্কতার লক্ষণ প্রকাশ (শুকিয়ে খটখট করা)।

খটখট

খটখট, খটাখট অব্য. ক্রমাগত ‘খট’ শব্দ;  অতি শুষ্কতার লক্ষণ প্রকাশ (শুকিয়ে খটখট করা)।

খট

খট, খট্ [ khaṭa, khaṭ ] অব্য. বি. কাঠ, শক্ত মেঝে প্রভৃতি কঠিন পদার্থে  ধাক্কা খাওয়ার আওয়াজ (দরজায় খটখট আওয়াজ); শক্ত সোলের জুতো শক্ত মেঝেতে ঠোকার  আওয়াজ; ঘোড়ার খুরের আওয়াজ। [দেশি]। খটখট, খটাখট অব্য. ক্রমাগত ‘খট’ শব্দ;  অতি শুষ্কতার লক্ষণ প্রকাশ (শুকিয়ে খটখট করা)। খটখটে বিণ. শুকনো, জলহীন (খটখটে  মেঝে, খটখটে দিন)।

খঞ্জর

খঞ্জর [ khañjara ] বি. ১. ছোরাবিশেষ, দুই দিকে ধারবিশিষ্ট ছোরা; ২. গোলা;  কামান ইত্যাদির গোলা। [আ. খঞ্জর্]।