খড়খড়ি

খড়খড়ি [ khaḍkhaḍi ] বি. পাটে পাটে ভাঁজ করা ও খোলা যায় জানলার  এমন কপাটবিশেষ, ঝিলমিল (জানলার খড়খড়ি তুলে বাইরের দৃশ্য দেখতে লাগলাম)। [দেশি]।

খড়খড়ে

খড়খড়ে বিণ. ১. ওইরকম শব্দকারী; ২. অত্যন্ত শুকনো (খড়খড়ে  গামছায় মুখ মুছো না)।

খড়মড়

খড়মড়, খড়খড় [ khaḍmaḍ, khaḍkhaḍ ] বি. শুকনো খড়  ইত্যাদিতে চলাফেরা বা নড়াচড়ার আওয়াজ (সারারাত প্যাকিং বাক্সের মধ্যে খড়খড় শব্দ  শুনেছি)। [দেশি]।

খড়খড়

খড়খড়, খড়মড় [ khaḍkhaḍ, khaḍmaḍ ] বি. শুকনো খড়  ইত্যাদিতে চলাফেরা বা নড়াচড়ার আওয়াজ (সারারাত প্যাকিং বাক্সের মধ্যে খড়খড় শব্দ  শুনেছি)। [দেশি]। খড়খড়ে বিণ. ১. ওইরকম শব্দকারী; ২. অত্যন্ত শুকনো (খড়খড়ে  গামছায় মুখ মুছো না)।

খড়িকা

খড়িকা, খড়কে [ khaḍkē, khaḍikā ] বি. সরু ছোট কাঠি; দাঁত পরিষ্কার করার ছোট সরু কাঠি, toothpick. [বাং. খড় + ইকা > কে]।

খড়কে

খড়কে, খড়িকা [ khaḍkē, khaḍikā ] বি. সরু ছোট কাঠি; দাঁত পরিষ্কার করার ছোট সরু কাঠি, toothpick. [বাং. খড় + ইকা > কে]।

খড়কুটা

খড়কুটা, খড়কুটো  বি. শুকনো তৃণ বা অনুরূপ তুচ্ছ বস্তু।

খড়কুটো

খড়কুটো, খড়কুটা  বি. শুকনো তৃণ বা অনুরূপ তুচ্ছ বস্তু।

খট্বারূঢ়

খট্বারূঢ় বিণ. ১. নিষিদ্ধ অনুষ্ঠান করছে এমন; ২.  (কৌতু.) খাটের উপর বসেছে বা শুয়েছে এমন।