খড়ি
খড়ি [ khaḍi ] বি. ১. সাদা মাটিবিশেষ, লেখবার খড়িমাটি, chalk; ২. তিলকমাটি; ৩. গণনা, অঙ্ক (খড়িপাতা); ৪. ধুলো; শুকনো কাঠের গুঁড়ো, খুস্কি (খড়ি উড়ছে, গা থেকে খড়ি উঠছে)। [সং. খটিকা]। খড়ি পাতা–ক্রি. চকখড়ির সাহায্যে জ্যোতিষিক গণনা করা। চা-খড়ি, ফুল-খড়ি–বি. সাদা মাটিবিশেষ; চকখড়ি। হাতেখড়ি–বি. ১. বালক-বালিকাদের বিদ্যারম্ভের অনুষ্ঠানবিশেষ; ২. (আল.) কোনো কাজ আরম্ভ করা, কার্যারম্ভ (পরিচারক হিসাবে তার সবে হাতেখড়ি হল)।