খড়ুয়া

খড়ুয়া, খড়ো [ khaḍuẏā, khaḍō ] বিণ. খড় দিয়ে তৈরি বা ছাওয়া (খড়ো  চাল, খড়ো ঘর)। [বাং. খড় + উয়া > ও]।

খড়ো

খড়ো, খড়ুয়া [ khaḍō, khaḍuẏā ] বিণ. খড় দিয়ে তৈরি বা ছাওয়া (খড়ো  চাল, খড়ো ঘর)। [বাং. খড় + উয়া > ও]।

খড়িশ

খড়িশ [ khaḍiśa ] বি. (আঞ্চ.) তীব্র বিষযুক্ত সাপবিশেষ; গোখরো সাপ  (খড়িশের ছোবল)। [দেশি]।

খড়ি-মাটি

খড়ি মাটি [ khaḍi-māṭi ] বি. খড়ি, তিলকমাটি। [বাং. খড়ি + মাটি]।

খড়ি পাতা

খড়ি পাতা–ক্রি. চকখড়ির সাহায্যে  জ্যোতিষিক গণনা করা।

খড়ি

খড়ি [ khaḍi ] বি. ১. সাদা মাটিবিশেষ, লেখবার খড়িমাটি, chalk; ২.  তিলকমাটি; ৩. গণনা, অঙ্ক (খড়িপাতা); ৪. ধুলো; শুকনো কাঠের গুঁড়ো, খুস্কি (খড়ি  উড়ছে, গা থেকে খড়ি উঠছে)। [সং. খটিকা]। খড়ি পাতা–ক্রি. চকখড়ির সাহায্যে  জ্যোতিষিক গণনা করা। চা-খড়ি, ফুল-খড়ি–বি. সাদা মাটিবিশেষ; চকখড়ি। হাতেখড়ি–বি.  ১. বালক-বালিকাদের বিদ্যারম্ভের অনুষ্ঠানবিশেষ; ২. (আল.) কোনো কাজ আরম্ভ করা,  কার্যারম্ভ (পরিচারক হিসাবে তার সবে হাতেখড়ি হল)।

খড়রা

খড়রা [ khaḍrā ] বি. ঘোড়া, গোরু প্রভৃতির গা ঘষে পরিষ্কার করার জন্য লোহার  চিরুনিবিশেষ। [হি. খরহরা]।

খড়ম-পেয়ে

খড়ম-পেয়ে বিণ. (সচ. নিন্দার্থে) যার পা খড়মের মতো,  চলবার সময় যার পদতলের মাঝখান ভূমি স্পর্শ করে না।

খড়ম

খড়ম [ khaḍma ] বি. কাঠের পাদুকা। [তু. হি. খড়ৌঙ]। খড়মপেটা করা–ক্রি. বি. খড়ম দিয়ে প্রহার করা। খড়ম-পেয়ে বিণ. (সচ. নিন্দার্থে) যার পা খড়মের মতো,  চলবার সময় যার পদতলের মাঝখান ভূমি স্পর্শ করে না।