খিদমত

খিদমত, খিদমদ [ khida-mata, khida-mada ] বি. সেবা; পরিচর্যা  (আল্লা তোমাকে এই খিদমতের পুরস্কার নিশ্চয় দেবেন)। [আ. খিদমত্]। খিদমতগার, খিদমদগার বি. সেবক;  ভৃত্য, পরিচায়ক; খানসামা। খিদমতগারি, খিদমদগারি বি. খিদমতগারের পেশা পদ বা কাজ।

খোঁদল

খোঁদল,  খোঁড়ল  [ khōndala, khōnḍla  ] বি. ১. গর্ত, কোটর (সাপটা  খোঁদলের মধ্যে ঢুকে গেছে);  ২. দেওয়ালের গায়ে ছোট খোপ; ৩. গহ্বর। [দেশি]।

খোন্দল

খোন্দল [ khōndala ]  খোঁড়ল -এর রূপভেদ।

খোঁড়ল

খোঁড়ল, খোঁদল [ khōnḍla, khōndala ] বি. ১. গর্ত, কোটর (সাপটা  খোঁদলের মধ্যে ঢুকে গেছে); ২. দেওয়ালের গায়ে ছোট খোপ; ৩. গহ্বর। [দেশি]।

খুলি

খুলি১ [ khuli ] বি. ১. মাথার উপরিভাগ, করোটি; ২. ছোট পাত্রবিশেষ।  [দেশি]। খুলি২ [ khuli ] বি. যে খোল বাজায়; খোলবাদক। [বাং. খোল + ই-তু.  ঢুলি]।

খুবরি

খুবরি [ khubari ] খুপরি -র রূপভেদ।

খোল

খোল১ , খোর্মা [ khōrmā, khōla ] যথাক্রমে খইল ও  খুর্মা -এর কথ্য রূপ। খোল২ [ khōla ] বি. ১. আবরণ (শামুকের খোল); ২. ওয়াড় (বালিশের  খোল) ; ৩. চর্মাবৃত বাদ্যযন্ত্রবিশেষ, মৃদঙ্গ; ৪. গর্ত, গহ্বর, কোটর (নৌকার খোল) ;  ৫. বস্ত্রাদির জমি (এই শাড়ির খোলটা খুব মিহি); ৬. গাছের ছালবিশেষ (সুপুরির খোল) ;  ৭. আধার. তুম্ব (হুঁকার খোল); ৮. কানের ময়লা, কর্ণমল (কানের খোল)। [সং.  খলি]।

খোর্মা

খোর্মা, খোল১ [ khōrmā, khōla ] যথাক্রমে খুর্মা ও খইল -এর কথ্য রূপ। খোল২ [ khōla ] বি. ১. আবরণ (শামুকের খোল); ২. ওয়াড় (বালিশের  খোল) ; ৩. চর্মাবৃত বাদ্যযন্ত্রবিশেষ, মৃদঙ্গ; ৪. গর্ত, গহ্বর, কোটর (নৌকার খোল) ;  ৫. বস্ত্রাদির জমি (এই শাড়ির খোলটা খুব মিহি); ৬. গাছের ছালবিশেষ (সুপুরির খোল) ;  ৭. আধার. তুম্ব (হুঁকার খোল); ৮. কানের ময়লা, কর্ণমল (কানের খোল)। [সং.  খলি]।