খণ্ড
খণ্ড [ khaṇḍa ] বি. ১. অংশ, ভাগ, টুকরো (এক খণ্ড মেঘ, মাংসের খণ্ড); ২. গ্রন্হের ভাগ (চার খণ্ডে বিভক্ত বই); ৩. অঞ্চল, দেশের অংশ (শ্রীখণ্ড, ভূখণ্ড); ৪. টি, টা, খানি, খানা, খান (এক খণ্ড কাপড়)। [সং. √খণ্ড্ + অ]। খণ্ডক বিণ. ছেদক, যে খণ্ড বা ছেদন করে। খণ্ডকথা বি. ক্ষুদ্র কাহিনী। খণ্ডকাব্য–বি. ক্ষুদ্র কাব্য-যথা মেঘদূত, ঋতুসংহার। খণ্ড খণ্ড বিণ. টুকরো টুকরো; ছিন্নভিন্ন। খণ্ডন বি. ১. খণ্ডে খণ্ডে ভাগ করা; ২. ছেদন, কর্তন, কাটা; ৩. যুক্তি দিয়ে অন্যের যুক্তির ভুল দেখানো; ৪. (দোষ পাপ ইত্যাদি) মোচন, নিরাকরণ (পাপ খণ্ডন, মোহ খণ্ডন)। [সং. √খণ্ড্ + অন]। খণ্ডনীয় বিণ. খণ্ডনযোগ্য; খণ্ডন করতে হবে...
খড়গ
খড়গ [ khaḍga ] বি. ১. খাঁড়া, প্রাণী বলি দেবার তরবারিবিশেষ (খড়েগর এক কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল) ; ২. গণ্ডারের শৃঙ্গ বা শিং। [সং. √খড়্ + গ]। খড়গহস্ত–বিণ. ১. কৃপাণধারী, হাতে খড়গ নিয়েছে এমন; ২. অত্যন্ত ক্রুদ্ধ; প্রহার বা তিরস্কার করতে উদ্যত (তিনি আমার প্রতি কেন যে এমন খড়গহস্ত তা বুঝি না)। খড্গী (-ড্গিন্) বি. গণ্ডার। ☐ বিণ. যার খড্গ আছে এমন।