খতবা [ khatabā ] বি. শুক্রবারের নামাজে বা ইদের নামাজে ইমামের অর্থাত্ নামাজপরিচালকের ভাষণ-এতে ধর্মের বিধিনিষেধাবলি স্মরণ করিয়ে দেওয়া হয় এবং হজরত মোহাম্মদ ও আন্যান্য মুসলমান ধর্মনেতাদের প্রতি আনুগত্য স্বীকার করে তাঁদের জন্য আল্লাহ্র কাছে প্রার্থনা জানানো হয়। [আ. খুত্বা]।
খণ্ডিত বিণ. খণ্ড করা হয়েছে এমন, টুকরো বা বিভক্ত করা হয়েছে এমন (খণ্ডিত ভারতবর্ষ); অঙ্গহীন, অসম্পূর্ণ (খণ্ডিত জ্ঞান); নিরাকৃত, মোচন করা হয়েছে এমন (পাপ খণ্ডিত হয়েছে)।
খণ্ডানো ক্রি. বি. ১. যুক্তির দ্বারা ভুল বা মিথ্যা বলে প্রতিপন্ন করা ; ২. পাপ, দোষ প্রভৃতি মোচন বা নিবারণ করা (এতে কি তোমার দোষ খণ্ডাবে?); ৩. লঙ্ঘন করা (‘বিধির বিধি কে পারে খণ্ডাতে?)।