খদ

খদ, খড [ khada, khaḍa ] বি. ১. খুব নিচু উপত্যকা; পর্বতমালার মধ্যস্হ  গভীর নিম্নভূমি; ২. ছোট পুকুর বা ডোবা। [হি. খড্]।

খত্তাল

খত্তাল [ khattāla ] বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ। [সং. করতাল]।

খতেন

খতেন, খতিয়ান [ khatēna, khatiẏāna ] বি. বিষয়ানুক্রমিক হিসাবের  বই, ledger; জমিজমার খাজনাদি আদায়-উশুলের হিসাববই। [হি. খতিয়ান]।

খতিয়ান

খতিয়ান, খতেন [ khatiẏāna, khatēna ] বি. বিষয়ানুক্রমিক হিসাবের  বই, ledger; জমিজমার খাজনাদি আদায়-উশুলের হিসাববই। [হি. খতিয়ান]।

খতিব

খতিব [ khatiba ] বি. খতবাপাঠক, যে খতবা পাঠ বা ঘোষণা করে। [আ.  খতীব]।

খতি

খতি [ khati ] বি. ঘুষ, উত্কোচ। [আ. খত্]।

খতানো

খতানো, খতা [ khatā, khatānō ] ক্রি. ১. হিসাবনিকাশ করা (আমার  হিসাবটা একটু খতিয়ে দেখো); ২. (আল.) বিবেচনা করা (সে কোনো ব্যাপারই খতিয়ে দেখে  না)। [খত দ্র]। ☐ বি. হিসাবনিকাশ; বিবেচনা। ☐ বিণ. হিসাবনিকাশ করা হয়েছে এমন;  বিবেচিত।

খতা

খতা, খতানো [ khatā, khatānō ] ক্রি. ১. হিসাবনিকাশ করা (আমার  হিসাবটা একটু খতিয়ে দেখো); ২. (আল.) বিবেচনা করা (সে কোনো ব্যাপারই খতিয়ে দেখে  না)। [খত দ্র]। ☐ বি. হিসাবনিকাশ; বিবেচনা। ☐ বিণ. হিসাবনিকাশ করা হয়েছে এমন;  বিবেচিত।

খতরা

খতরা [ khatarā ] বি. ১. বিপদ; ২. ভয়; ৩. গোলযোগ। [আ. খত্রহ্]। খতা, খতানো [ khatā, khatānō ] ক্রি. ১. হিসাবনিকাশ করা (আমার  হিসাবটা একটু খতিয়ে দেখো); ২. (আল.) বিবেচনা করা (সে কোনো ব্যাপারই খতিয়ে দেখে  না)। [খত দ্র]। ☐ বি. হিসাবনিকাশ; বিবেচনা। ☐ বিণ. হিসাবনিকাশ করা হয়েছে এমন;  বিবেচিত।

খতম

খতম [ khatama ] বি. ১. সমাপ্তি, শেষ (কাজ খতমের পর); ২. বিনাশ,  নিকাশ (শত্রুকে খতম করবই)। ☐ বিণ. ১. সমাপ্ত (তদন্ত খতম হয়েছে); ২. বিনষ্ট (শত্রু  খতম হয়েছে)। [আ. খতম্]।