খ খনখন খনখন [ khana-khana ] অব্য. বি. ধাতুপাত্রাদির আঘাতের শব্দ, ঠনঠন। [দেশি]। খনখনে বিণ. খনখন আওয়াজবিশিষ্ট, কর্কশ আওয়াজবিশিষ্ট (খনখনে গলার গান)।
খ খদ্দর খদ্দর [ khaddara ] বি. হাতে-কাটা কার্পাস সুতোয় প্রস্তুত বস্ত্র; হাতে-কাটা মোটা বস্ত্রবিশেষ। [গুজ. খদ্দর]।
খ খড খড, খদ [ khaḍa, khada ] বি. ১. খুব নিচু উপত্যকা; পর্বতমালার মধ্যস্হ গভীর নিম্নভূমি; ২. ছোট পুকুর বা ডোবা। [হি. খড্]।