খনন [ khanana ] বি. খোঁড়া (মৃত্তিকা খনন করা)। [সং. √খন্ + অন]। খননকারী (রিন্) বিণ. বি. খনক, যে খোঁড়ে। খননযন্ত্র বি. যে যন্ত্র দিয়ে খোঁড়া হয়। খনিত বিণ. খোঁড়া হয়েছে এমন, খাত। খননীয়, খন্য বিণ. খোঁড়ার যোগ্য, খুঁড়তে হবে বা খোঁড়া উচিত এমন। খনয়িত্রী বি. (স্ত্রী.) যে খোঁড়ে।