খনিজ

খনিজ বিণ. খনিজাত, আকরিক, খনিতে জন্মায় এমন (খণিজ  পদার্থ)।

খনিক

খনিক বি. কয়লাখনির মধ্যে  কর্মরত শ্রমিক (রবীন্দ্র)।

খনি

খনি [ khani ] বি. আকর, ভূগর্ভের ধাতু রত্নাদির উত্পত্তিস্হান (‘অজানা খনির  নূতন মণির গেঁথেছি হার’: রবীন্দ্র)। [সং. √খন্ + ই]। খনিক বি. কয়লাখনির মধ্যে  কর্মরত শ্রমিক (রবীন্দ্র)। খনিজ বিণ. খনিজাত, আকরিক, খনিতে জন্মায় এমন (খণিজ  পদার্থ)।

খনা

খনা [ khanā ] বি. জ্যোতিষ ও গণিতশাস্ত্রে পারদর্শিনী প্রাচীন বাংলার প্রখ্যাতা নারী,  মিহিরের স্ত্রী। খনার বচন শস্য বৃক্ষরোপণ গৃহনির্মাণ জ্যোতিষ প্রভৃতি সম্বন্ধে ছড়ার আকারে প্রচলিত  বচন, যা খনার রচিত বলে প্রসিদ্ধ।

খন্য

খন্য, খননীয় বিণ. খোঁড়ার যোগ্য, খুঁড়তে হবে বা খোঁড়া  উচিত এমন।

খননীয়

খননীয়, খন্য বিণ. খোঁড়ার যোগ্য, খুঁড়তে হবে বা খোঁড়া  উচিত এমন।

খননযন্ত্র

খননযন্ত্র বি. যে যন্ত্র দিয়ে খোঁড়া হয়। খনিত  বিণ. খোঁড়া হয়েছে এমন, খাত।

খননকারী

খননকারী (রিন্) বিণ. বি. খনক, যে খোঁড়ে।

খনন

খনন [ khanana ] বি. খোঁড়া (মৃত্তিকা খনন করা)। [সং. √খন্ + অন]। খননকারী (রিন্) বিণ. বি. খনক, যে খোঁড়ে। খননযন্ত্র বি. যে যন্ত্র দিয়ে খোঁড়া হয়। খনিত  বিণ. খোঁড়া হয়েছে এমন, খাত। খননীয়, খন্য বিণ. খোঁড়ার যোগ্য, খুঁড়তে হবে বা খোঁড়া  উচিত এমন। খনয়িত্রী বি. (স্ত্রী.) যে খোঁড়ে।