খপ্পর

খপ্পর [ khappara ] বি. ১. কবল, ফাঁদ (একটা বদমাশের খপ্পরে পড়েছে); ২.  খাপরা, খোলা; ৩. খোলা বা খাপরার চাল। [সং. খর্পর]।

খপোত

খপোত [ khapōta ] বি. বিমান, ব্যোমযান, এরোপ্লেন। [সং. খ + পোত]।

খপুষ্প

খপুষ্প [ khapuṣpa ] বি. আকাশকুসুম; অলীক পদার্থ। [সং. খ + পুষ্প]।

খপ

খপ [ khapa ] অব্য. দ্রুত শীঘ্র বা হঠাত্ কিছু করা বা ধরার ভাবপ্রকাশক (খপ  করে ধরে ফেলল)। [দেশি]।

খন্দকার

খন্দকার বি.  ১. শস্য-উত্পাদক, চাষি; ২. মুসলমান পদবি খোন্দকার, খোন্দেকার প্রভৃতির রূপভেদ।

খন্দ

খন্দ১ [ khanda১. ] বি. গর্ত, খানা, নিচু জমি (খানাখন্দ, খালখন্দ)। [ফা.  খন্দ্ক]। খন্দক বি. গর্ত। খন্দ২ [ khanda২. ] বি. ফসল, শস্যাদি (রবিখন্দ)। [সং. কন্দ]। খন্দকার বি.  ১. শস্য-উত্পাদক, চাষি; ২. মুসলমান পদবি খোন্দকার, খোন্দেকার প্রভৃতির রূপভেদ।

খোন্তা

খোন্তা, খন্তা [ khantā, khōntā ] বি. মাটি খোঁড়বার অস্ত্রবিশেষ, শাবল।  [সং. খনিত্র]।

খন্তা

খন্তা, খোন্তা [ khantā, khōntā ] বি. মাটি খোঁড়বার অস্ত্রবিশেষ, শাবল।  [সং. খনিত্র]।

খনিত্র

খনিত্র [ khanitra ] বি. মাটি খনন করার অস্ত্রবিশেষ, খন্তা, শাবল। [সং.  √খন্ + ইত্র]।