খ খরগোশ খরগোশ [ kharagōśa ] বি. শশক, দ্রুতগামী লম্বা কান ও ছোট লেজবিশিষ্ট নিরামিষাশী জন্তুবিশেষ। [ফা. খর্গোশ্]।
খ খরখরে খরখরে বিণ. ১. কর্কশ; ২. বেশি চালাকচতুর ও চটপটে (খুব খরখরে ছেলে); ৩. অনবরত কথা বলে এমন; ৪. চঞ্চল (খরখরে স্বভাব)।
খ খরখর খরখর [ khara-khara ] অব্য. বি. ১. কর্কশ শব্দ (দেওয়ালটা খরখর করছে); ২. দ্রুত চলার শব্দ (খরখর করে চলে গেল)। [ধ্বন্যা.]। খরখরে বিণ. ১. কর্কশ; ২. বেশি চালাকচতুর ও চটপটে (খুব খরখরে ছেলে); ৩. অনবরত কথা বলে এমন; ৪. চঞ্চল (খরখরে স্বভাব)।
খ খরতর খরতর বিণ. ১. দুইয়ের বা উভয়ের মধ্যে অধিক খর, অপেক্ষাকৃত বেশি খর; ২. খুব তীক্ষ্ণ বা বেগবান (‘খরতর বক্র হাসি’: রবীন্দ্র)।