খরগোশ

খরগোশ [ kharagōśa ] বি. শশক, দ্রুতগামী লম্বা কান ও ছোট লেজবিশিষ্ট  নিরামিষাশী জন্তুবিশেষ। [ফা. খর্গোশ্]।

খরখরে

খরখরে বিণ. ১.  কর্কশ; ২. বেশি চালাকচতুর ও চটপটে (খুব খরখরে ছেলে); ৩. অনবরত কথা বলে এমন;  ৪. চঞ্চল (খরখরে স্বভাব)।

খরখর

খরখর [ khara-khara ] অব্য. বি. ১. কর্কশ শব্দ (দেওয়ালটা খরখর  করছে); ২. দ্রুত চলার শব্দ (খরখর করে চলে গেল)। [ধ্বন্যা.]। খরখরে বিণ. ১.  কর্কশ; ২. বেশি চালাকচতুর ও চটপটে (খুব খরখরে ছেলে); ৩. অনবরত কথা বলে এমন;  ৪. চঞ্চল (খরখরে স্বভাব)।

খরশাণ

খরশাণ, খরধার, খরশান বিণ. অত্যন্ত  ধারালো।

খরশান

খরশান, খরশাণ, খরধার বিণ. অত্যন্ত  ধারালো।

খরধার

খরধার, খরশান, খরশাণ বিণ. অত্যন্ত  ধারালো।

খরস্রোতা

খরস্রোতা বিণ. যার স্রোত  বা প্রবাহ অতি বেগবান (খরস্রোতা নদী)।

খরস্রোত

খরস্রোত (-তস্) বি. তীব্র স্রোত, অতি বেগবান স্রোত।

খরদৃষ্টি

খরদৃষ্টি বি. ১. তীক্ষ্ণ বা অন্তর্ভেদী দৃষ্টি ; ২. ক্রুদ্ধ দৃষ্টি।

খরতর

খরতর বিণ. ১. দুইয়ের বা উভয়ের মধ্যে অধিক  খর, অপেক্ষাকৃত বেশি খর; ২. খুব তীক্ষ্ণ বা বেগবান (‘খরতর বক্র হাসি’: রবীন্দ্র)।