খিল
খিল১ [ khila১. ] বি. ১. (দরজা ইত্যাদির) অর্গল, হুড়কো; ২. খেঁচুনি, মাংসপেশির বা হাত-পায়ের আড়ষ্ট অসাড় ভাব (হাসতে হাসতে পেটে খিল ধরা)। [সং.কীলক]। খিল২ [ khila২. ] বিণ. ১. অকর্ষিত; পতিত (খিল জমি); ২. পরিশিষ্ট (খিল হরিবংশ)। [সং. খ (শূন্য) + লা (পাওয়া) + অ, নিপাতনে]। খিলখিল [ khila-khila ] অব্য. বি. অনুচ্চ শব্দে ক্রমাগত হাসির শব্দ। [ধ্বন্যা.]।