খেঁট

খেঁট [ khēnṭa ] খ্যাঁট -এর রূপভেদ।

খেলাত

খেলাত, খিলাত  [  khēlāta, khilāta ] বি. রাজদত্ত সম্মানসূচক পোশাক।  [আ. খিলাত্]।

খিলাত

খিলাত, খেলাত [ khilāta, khēlāta ] বি. রাজদত্ত সম্মানসূচক পোশাক।  [আ. খিলাত্]।

খিলখিল

খিলখিল [ khila-khila ] অব্য. বি. অনুচ্চ শব্দে ক্রমাগত হাসির শব্দ।  [ধ্বন্যা.]।

খিল

খিল১ [ khila১. ] বি. ১. (দরজা ইত্যাদির) অর্গল, হুড়কো; ২. খেঁচুনি,  মাংসপেশির বা হাত-পায়ের আড়ষ্ট অসাড় ভাব (হাসতে হাসতে পেটে খিল ধরা)।  [সং.কীলক]। খিল২ [ khila২. ] বিণ. ১. অকর্ষিত; পতিত (খিল জমি); ২. পরিশিষ্ট (খিল  হরিবংশ)। [সং. খ (শূন্য) + লা (পাওয়া) + অ, নিপাতনে]। খিলখিল [ khila-khila ] অব্য. বি. অনুচ্চ শব্দে ক্রমাগত হাসির শব্দ।  [ধ্বন্যা.]।

খিদমদগার

খিদমদগার, খিদমতগার  বি. সেবক;  ভৃত্য, পরিচায়ক; খানসামা।

খিদমতগার

খিদমতগার, খিদমদগার বি. সেবক;  ভৃত্য, পরিচায়ক; খানসামা।

খিদমদগারি

খিদমদগারি, খিদমতগারি  বি. খিদমতগারের পেশা পদ বা কাজ।

খিদমদ

খিদমদ, খিদমত  [ khida-mada, khida-mata  ] বি. সেবা; পরিচর্যা  (আল্লা তোমাকে এই খিদমতের পুরস্কার নিশ্চয় দেবেন)। [আ. খিদমত্]।

খিদমতগারি

খিদমতগারি, খিদমদগারি বি. খিদমতগারের পেশা পদ বা কাজ।