খর্জূর

খর্জূর [ kharjūra ] বি. খেজুর গাছ বা তার ফল। [সং. খর্জ্ + ঊর]।

খরোষ্ঠী

খরোষ্ঠী [ kharōṣṭhī ] বি. প্রাচীন ভারতের উত্তর-পশ্চিম প্রান্তে প্রচলিত লিপিবিশেষ।  [সং. খরোষ্ট্রি]।

খরিফ

খরিফ [ kharipha ] বি. হেমন্তকালীন শস্য। ☐ বিণ. উক্ত অর্থে। [আ.]।

খরিদা

খরিদা বিণ. ক্রীত (খরিদা সম্পত্তি)।

খরিদ

খরিদ [ kharida ] বি. ক্রয়, কেনা। [ফা. খরিদ]। খরিদদার, খদ্দের বি. ক্রেতা।  খরিদমূল্য বি. যে-দামে কেনা হয়েছে। খরিদা বিণ. ক্রীত (খরিদা সম্পত্তি)।

খরানি

খরানি [ kharāni ] বি. (আঞ্চ.) রৌদ্রময় ও বৃষ্টিহীন দিন।

খরাদ

খরাদ [ kharāda ] বি. কুঁদযন্ত্রে কাঠ চেঁছে মসৃণ করা। [আ.]।

খরাজ

খরাজ [ kharāja ] বি. যে জমির কর দিয়ে হয়। [ফা. খিরাজ]।