খ খরোষ্ঠী খরোষ্ঠী [ kharōṣṭhī ] বি. প্রাচীন ভারতের উত্তর-পশ্চিম প্রান্তে প্রচলিত লিপিবিশেষ। [সং. খরোষ্ট্রি]।
খ খরিদ খরিদ [ kharida ] বি. ক্রয়, কেনা। [ফা. খরিদ]। খরিদদার, খদ্দের বি. ক্রেতা। খরিদমূল্য বি. যে-দামে কেনা হয়েছে। খরিদা বিণ. ক্রীত (খরিদা সম্পত্তি)।