খলি

খলি [ khali ] বি. খইল, খোল। [সং. √খল্ (চলনে) + ই]।

খলতি

খলতি [ khalati ] বি. ১. ইন্দ্রলুপ্ত, টাক; ২. টেকো লোক। ☐ বিণ. টাকযুক্ত,  টেকো। [সং. √স্খল্ + অতি]।

খলট

খলট [ khalaṭa ] (আঞ্চ.) বি. ১. ধান মাড়াইয়ের স্হান; ২. উঠান।  [দেশি-তু. সং. খল২]।

খল-খল

খল-খল [ khala-khala ] অব্য. জোর হাসির শব্দ (শিশুটি খলখল করে হেসে  উঠল)। [ধ্বন্যা.]।

খলনুড়ি

খলনুড়ি বি. ওষুধ পেষণের পাত্র ও দণ্ড।

খলনায়ক

খলনায়ক বি. (নাটকে) নায়ক বা নায়িকার দুর্বৃত্ত শত্রু,  villain.

খল

খল১ [ khala১. ] বিণ. ১. হিংসক, হিংসাকারী; ২. কপট, ক্রূর; ৩. নীচ।  [সং. √খল্ + অ]। বি. খলতা। খলনায়ক বি. (নাটকে) নায়ক বা নায়িকার দুর্বৃত্ত শত্রু,  villain. খল২ [ khala ] বি. ১.  ওষুধ পেষণ করার পাত্রবিশেষ; ২. (বিরল) ধান মাড়াইয়ের  স্হান; খামার। [সং. √খল্ (সঞ্চয়ে) + অ]। খলনুড়ি বি. ওষুধ পেষণের পাত্র ও দণ্ড। খল-খল [ khala-khala ] অব্য. জোর হাসির শব্দ (শিশুটি খলখল করে হেসে  উঠল)। [ধ্বন্যা.]।

খর্ব

খর্ব [ kharba ] বিণ. ১. খাটো, বেঁটে (খর্বকায়); ২. ছোট, হীন (গর্ব খর্ব  হওয়া)। ☐ বি. সহস্র কোটি সংখ্যা। [সং. খর্ব্ + অ]।

খর্পর

খর্পর [ kharpara ] বি. ১. খাপরা; খোলা, মাটির পাত্রের টুকরো; ২. মড়ার  মাথার খুলি; ৩. ভিক্ষাপাত্র; ৪. চোর। [সং. কর্পর > প্রাকৃ. খর্পর]।