খল্বাট

খল্বাট, খল্লিট [ khalbāṭa, khalliṭa ] বি. টেকো লোক। [সং. √স্খল্  ধাতুজ]।

খলিল

খলিল [ khalila ] বি. ঘনিষ্ঠ বন্ধু, বিশেষ বন্ধু। [আ. খলীল্]।

খলশে

খলশে (কথ্য), খলিশা [ khalaśē, khaliśā ] বি.  কইজাতীয় ছোট মাছবিশেষ। [সং. খলিশ বা খলেশয়]।

খলিশা

খলিশা, (কথ্য) খলশে [ khaliśā, khalaśē ] বি.  কইজাতীয় ছোট মাছবিশেষ। [সং. খলিশ বা খলেশয়]।

খলিফা

খলিফা [ khaliphā ] বি. ১. ওস্তাদ কারিগর; ২. দরজি; ৩. মুসলমানজগতের  শ্রেষ্ঠ নৃপতি ও ধর্মনেতার উপাধি; ৪. (ব্যঙ্গে) ওস্তাদ বা ধূর্ত ব্যক্তি। ☐ বিণ. (ব্যঙ্গে)  ওস্তাদ বা ধূর্ত (আচ্ছা খলিফা লোক তো!)। [আ. খলীফা]।

খলীন

খলীন, খলিন [ khalīna, khalina ] বি. লাগাম; ঘোড়ার মুখে বল্গা বাঁধার  লৌহদণ্ড। [সং. খ + লীন, মুখে সংলগ্ন এই অর্থে]।

খলিন

খলিন, খলীন [ khalina, khalīna ] বি. লাগাম; ঘোড়ার মুখে বল্গা বাঁধার  লৌহদণ্ড। [সং. খ + লীন, মুখে সংলগ্ন এই অর্থে]।

খলিত

খলিত [ khalita ] বিণ. ১. টাকযুক্ত; ২. পতিত, চ্যুত, ভ্রষ্ট; ৩. শিথিল  (খলিত বসন)। [সং. < স্খলিত]।

খলবল

খলবল [ khala-bala ] অব্য. অল্প জলে বা জলপূর্ণ পাত্রে মাছ লাফানোর শব্দ  (হাঁড়িতে জিয়ল মাছগুলো খলবল করছে)। [ধ্বন্যা.]। খলবলানো ক্রি. বি. খলবল করা।