খসা
খসা [ khasā ] ক্রি. ১. খুলে পড়ে যাওয়া (খিল খসে গেছে); ২. ঢিলে হয়ে যাওয়া (কাপড় খসা); ৩. বিচ্যুত হওয়া (‘মালা হতে খসে-পড়া ফুলের একটি দল’: রবীন্দ্র); ৪. ধসে যাওয়া, ভেঙে পড়া (দেওয়ালের চুনবালি খসে যাচ্ছে); ৫. নির্গত হওয়া (মুখ থেকে কথা খসছে না) ; ৬. খরচ হওয়া (আজ আমার একশো টাকা খসল) ; ৭. মৃত্যু হওয়া (বুড়োটা খসেছে); ৮. পালিয়ে যাওয়া (চোরটা খসে পড়েছে)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ বিণ. খসে পড়েছে এমন, স্খলিত, বিচ্যুত (গাছ থেকে খসা আম, হার থেকে খসা পুঁতি)। [বাং. √খস্ + আ-তু. সং. √স্খল্]। খসানো ক্রি. খসিয়ে ফেলা। ☐ বি. স্খলন। ☐ ...
খস
খস [ khasa ] অব্য. খসে পড়ার শব্দ। [ধ্বন্যা.]। খসখস১ অব্য. শুকনো পাতা বস্ত্র প্রভৃতি পড়ার বা পরস্পর ঘর্ষণের শব্দ। খসখস২ [ khasa-khasa ] বি. ১. বেনার মূল, উশীর; ২. খসখসের তৈরি আচ্ছাদন বা পরদা। [ফা. খস্]। খসখসানি বি. খসখস শব্দ (শুকনো পাতার খসখসানি)। খসখসে বিণ. ১. খসখস শব্দ করে এমন; ২. অমসৃণ, কর্কশ (কাপড়ের জমিটা খসখসে, গায়ের চামড়া খসখসে)।