খাওয়া
খাওয়া [ khāōẏā ] ক্রি. ১. ভোজন করা, আহার করা; ২. পান করা (চা দুধ খাওয়া) ; ৩. সেবন করা (হাওয়া খেতে বেরিয়েছি); ৪. ভোগ করা, সহ্য করা (মার খাওয়া, গালি খাওয়া); ৫. উত্কোচ বা ঘুষ নেওয়া (পয়সা খেয়েছে, ঘুষ খেয়েছে); ৬. দংশন করা (সাপে খেয়েছে); ৭. নষ্ট করা, কলঙ্কিত করা (চোখের মাথা খেয়েছ নাকি? ছেলেটার মাথা খাচ্ছ কেন?); ৮. গ্রাস করা (আমার সব সম্পত্তি মহাজনে খেয়েছে); ৯. শেষ করা, বিনষ্ট করা (স্বামী-পুত্র খেয়ে এখন বাপের বাড়িতে এসে উঠেছে); ১০. টেনে নেওয়া, শোষা (যন্ত্রটা বেশ তেল খায়) ; ১১. (চুম্বন ইত্যাদি) দেওয়া (চুমু খাওয়া); ১২. (আদর) পাওয়া (মায়ের আদর খাচ্ছে);...