খাঁচা

খাঁচা বি. ১. পিঞ্জর (পাখির খাঁচা); ২. পিঞ্জরের আকৃতিবিশিষ্ট বস্তু  (বুকের খাঁচা, সিংহের খাঁচা)। [হি. খাঁচা-তু. সং. কঞ্চিকা]।

খাঁজ

খাঁজ  বি. ১. রেখা; ইট কাঠ প্রভৃতির জোড়ের মুখে লম্বা ফাঁক (খাঁজ  ভরাট করা); ২. ভাঁজ (খাঁজ-কাটা)। [তু. হি. খাঁচ (=সন্ধি, জোড়া)]। খাঁজ-কাটা  বিণ. খাঁজ রয়েছে এমন, খাঁজযুক্ত।

খাঁ খাঁ

খাঁ খাঁ অব্য. শূন্যতা নির্জনতা বা ব্যাকুলতার ভাব প্রকাশ (বাড়িটা  খাঁ খাঁ করছে; মন খাঁ খাঁ করা)। [দেশি]।

খাঁকরি

খাঁকরি, খাঁকার, খাঁকারি  বি. গলা সাফ করার শব্দ; কৃত্রিম কাশির শব্দ। [দেশি-তু. হি. খঁখার]।

খাঁকারি

খাঁকারি, খাঁকরি, খাঁকার  বি. গলা সাফ করার শব্দ; কৃত্রিম কাশির শব্দ। [দেশি-তু. হি. খঁখার]।

খাঁকার

খাঁকার, খাঁকারি, খাঁকরি  বি. গলা সাফ করার শব্দ; কৃত্রিম কাশির শব্দ। [দেশি-তু. হি. খঁখার]।

খাঁকতি

খাঁকতি বি. ১. অভাব; ২. লোভ, খাঁই (টাকার খাঁকতি)।  [দেশি]।

খাঁই

খাঁই [ khāmi ] বি. ১. আকাঙ্ক্ষা, লালসা, লোভ (টাকার খাঁই); ২. পাওয়ার  ইচ্ছা, দাবি (তুমি ওর খাঁই মেটাতে পারবে?)। [< সং. আকাঙ্ক্ষা]।

খাঁ

খাঁ [ khā ] বি.  সম্ভ্রসূচক মুসলমানি উপাধিবিশেষ। [ফা. খান্]।