খাকসার

খাকসার [ khāka-sāra ] বি. ১. দীন সেবক; (ইসলামি রীতিতে চিঠিপত্রের শেষে নাম স্বাক্ষরের আগে লিখিত) অকিঞ্চন; ২. মুসলমানদের রাজনৈতিক দলবিশেষ। [আ.  খাক্সার্]।

খাক

খাক [ khāka ] বি. ছাই, ভস্ম (পুড়ে খাক হয়ে গেছে)। [ফা. খাক্=ধূলি]।

খেঁদি

খেঁদি বিণ. বি. (স্ত্রী.) ১. নাক কান দুই-ই কাটা  গেছে এমন (স্ত্রীলোক); ২. চ্যাপটা নাকবিশিষ্টা; ৩. কুত্সিতদর্শনা, কুরূপা।

খাঁদাবোঁচা

খাঁদাবোঁচা বিণ. ১. নাক-কান দুই-ই কাটা গেছে এমন;  ২. নাক-থেবড়া; ৩. কুত্সিতদর্শন।

খ্যাঁদা

খ্যাঁদা, খাঁদা  বিণ. চ্যাপটা বা অনুন্নত নাকবিশিষ্ট।  [দেশি]। বিণ. (স্ত্রী.) খাঁদি।

খাড়ি

খাড়ি, খাঁড়ি  বি. ১. (সাগরসংগমের নিকটবর্তী) সরু  শাখানদী; ২. নদীর মোহানা; ৩. সাগর নদী খাল প্রভৃতির সংকীর্ণ অংশ। [দেশি]।

খাণ্ডা

খাণ্ডা, খাঁড়া  বি. খড্গ (খাঁড়ার ঘা)। [সং. খড্গ]।

খাঁড়

খাঁড় বি. দানাওয়ালা গুড়। [সং. খণ্ড]।

খাঁটি

খাঁটি১ বি. দেশি মদ। [ইং. country?]। খাঁটি২ বিণ. ১. বিশুদ্ধ, ভেজালহীন (খাঁটি দুধ); ২. অকৃত্রিম,  আসল (খাঁটি সোনা) ; ৩. সাধুচরিত্রবিশিষ্ট (খাঁটি লোক); ৪. সত্য (খাঁটি কথা বলবে)।  [দেশি]।

খাঁজকাটা

খাঁজকাটা  বিণ. খাঁজ রয়েছে এমন, খাঁজযুক্ত।