খাজা

খাজা [ khājā ] বি. ময়দার তৈরি মিঠাইবিশেষ (খাজাগজা খাই না)। ☐ বিণ. ১.  শক্তি, কচ্কচে (খাজা কাঁঠাল); ২. নিরেট বোকা; অপদার্থ (আচ্ছা খাজা লোক তো)।  [সং. খাদ্য > খজ্জ > খাজা]।

খাজানা

খাজানা, খাজনা [ khājānā, khājanā ] বি. রাজস্ব; জমিদার বা  সরকারের প্রাপ্য কর; জমিদার বা সরকার প্রজার কাছ থেকে যে ভূমিকর পান। [আ.  খজানা]।

খাজনা

খাজনা, খাজানা [ khājanā, khājānā ] বি. রাজস্ব; জমিদার বা  সরকারের প্রাপ্য কর; জমিদার বা সরকার প্রজার কাছ থেকে যে ভূমিকর পান। [আ.  খজানা]। খাজনাখানা বি. কোষাগার।

খাগড়াই

খাগড়াই [ khāgaḍāi ] বিণ. মুরশিদাবাদ জেলার অন্তর্গত খাগড়ানামক স্হানে নির্মিত (খাগড়াই বাসন)। [বাং. খাগড়া + ই]।

খাগড়া

খাগড়া [ khāgaḍā ] একরকম বড় ঘাস বা শর (খরগোশটা খাগড়া বনে লুকাল)।  [সং. খগ্গড়]।

খাগ

খাগ [ khāga ] বি. ১. খাগড়ার নল; ২. খাগড়ার নল দিয়ে তৈরি কলম। [বাং.  খাগড়া]।

খেগো

খেগো, খেকো বিণ. খাদক, ভক্ষণকারী (মানুষখেকো  বাঘ)।

খাগি

খাগি, খাকি২ বিণ. (স্ত্রী.)  (সাধারণত নিন্দার্থে বা গালি হিসাবে ব্যবহৃত) ভক্ষণকারিণী (চোখখাকি, গতরখাকি,  ভাতারখাকি)। [সং. খাদিকা]।

খাকি

খাকি১ [ khāki১. ] বিণ. ছাই রঙের, ছাইরঙা; বাদামি বা কপিল রঙের (খাকি  জামা, খাকি পোশাক)। [ফা. খাক্ + বাং. ই]। খাকি২, খাগি বিণ. (স্ত্রী.)  (সাধারণত নিন্দার্থে বা গালি হিসাবে ব্যবহৃত) ভক্ষণকারিণী (চোখখাকি, গতরখাকি,  ভাতারখাকি)। [সং. খাদিকা]। খেকো, খেগো বিণ. খাদক, ভক্ষণকারী (মানুষখেকো  বাঘ)।