খাটা
খাটা [ khāṭā ] ক্রি. ১. পরিশ্রম করা (পরীক্ষার জন্য খুব খাটছে); ২. কাজ করা (বাড়িতে এখন মিস্ত্রি খাটছে) ; ৩. মানানসই হওয়া (ঘরের সঙ্গে আসবাবপত্র ঠিক খাটছে না); ৪. নিয়োজিত বা বিনিযুক্ত হওয়া (ব্যবসায়ে আমার টাকা খাটছে); ৫. যথাযথ হওয়া (তোমার সম্বন্ধে একথা খাটে না)। ☐বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ১. খেটেছে এমন (খাটা কথা, খাটা টাকা); ২. যার জন্য (মেথরকে) খাটতে হয় (খাটা পায়খানা)। [বাং. √খাট্ + আ]। খাটানো ক্রি. ১. অপরকে দিয়ে খাটিয়ে নেওয়া; ২. পরিশ্রম করানো (শরীরটাকে একটু খাটাও, মাথা খাটানো); ৩. কাজ করানো (মিস্ত্রি খাটিয়ে খাই); ৪. বিনিয়োগ করা (টাকা খাটানো, বুদ্ধি খাটানো); ৫....
খাঞ্জা খাঁ
খাঞ্জা খাঁ [ khāñjā khā ] বি. যে ব্যক্তি (খান্জহান্ খাঁয়ের মতো) নবাবি চালে চলে। [ফা. খান্জহান্ খাঁ]।