খাড়া [ khāḍā ] বিণ. ১. সোজাভাবে দাঁড়িয়ে আছে এমন (এক পায়ে খাড়া হয়ে আছে); ২. লম্বভাবে অবস্হিত, perpendicular (খাড়া পাহাড়); ৩. একটানা, পুরো (খাড়া দুই ক্রোশ পথ)। ☐ বি. ডাঁটা (সজনের খাড়া)। [দেশি]। খাড়াই বি. উচ্চতা। খাড়াখাড়ি ক্রি-বিণ. লম্বালম্বি (খাড়াখাড়িভাবে শুয়ে আছে)।