খাড়া

খাড়া [ khāḍā ] বিণ. ১. সোজাভাবে দাঁড়িয়ে আছে এমন (এক পায়ে খাড়া হয়ে  আছে); ২. লম্বভাবে অবস্হিত, perpendicular (খাড়া পাহাড়); ৩. একটানা,  পুরো (খাড়া দুই ক্রোশ পথ)। ☐ বি. ডাঁটা (সজনের খাড়া)। [দেশি]। খাড়াই বি. উচ্চতা। খাড়াখাড়ি ক্রি-বিণ. লম্বালম্বি (খাড়াখাড়িভাবে শুয়ে আছে)।

খাড়ব

খাড়ব [ khāḍba ] বি. সংগীতে ছয়টি স্বরবিশিষ্ট রাগ। [সং. ষাড়ব]।

খাট্টা

খাট্টা [ khāṭṭā ] বি. টক স্বাদ, অম্ল স্বাদ। ☐ বিণ. ১. টক, টকো, অম্ল  স্বাদযুক্ত; ২. (কথ্য) বিগড়ে গেছে এমন, বিরক্ত (মেজাজ খাট্টা হওয়া)। [হি. খট্টা]।

খাটলি

খাটলি, খাটুলি [ khāṭali, khāṭuli ] বি. ছোট খাটবিশেষ, খাটিয়া; মড়া  বহন করার খাট। [বাং. খাট (সং. খট্বা) + উলি, অলি]।

খাটুলি

খাটুলি, খাটলি [ khāṭuli, khāṭali ] বি. ছোট খাটবিশেষ, খাটিয়া; মড়া  বহন করার খাট। [বাং. খাট (সং. খট্বা) + উলি, অলি]।

খাটনি

খাটনি, খাটুনি [ khāṭuni, khāṭani ] বি. পরিশ্রম, মেহনত; চেষ্টা। [বাং.  √খাট্ + উনি, অনি]।

খাটুনি

খাটুনি, খাটনি [ khāṭuni, khāṭani ] বি. পরিশ্রম, মেহনত; চেষ্টা। [বাং.  √খাট্ + উনি, অনি]।

খাটিয়ে

খাটিয়ে [ khāṭiẏē ] বিণ. পরিশ্রমী, খাটতে পারে এমন (খুব খাটিয়ে লোক)। [বাং.  √খাট্ + ইয়ে]।

খাটিয়া

খাটিয়া [ khāṭiẏā ] বি. ১. ছোট খাটবিশেষ; ২. দড়ি ও বাঁশ দিয়ে তৈরি হালকা  খাটবিশেষ। [সং. খট্টিকা]।