খুদা
খুদা১, খুদাহ্ [ khudā, khudāh-khōdā ] খোদা১ এর রূপভেদ। খুদা২, খোদা২ [ khudā, khōdā ] বিণ. ক্রি. উত্কীর্ণ বা অঙ্কিত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ক্ষুদ]। খুদাই, খোদাই বি. উত্কিরণ; ক্ষোদন, ধাতু প্রস্তর ইত্যাদি কঠিন বস্তুর উপর অস্ত্র দিয়ে লেখা বা আঁকা, engraving. খুদানো, খোদানো ক্রি. খোদাই করানো (পাথরের নাম খোদানো)। ☐ বি উক্ত অর্থে। [ক্ষোদন, ক্ষোদিত দ্র]।
খোদাইখিদমদগার
খোদাইখিদমদগার বি. ১. খোদার সেবক; ২. উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে আবদুল গফ্ফুর খান-প্রবর্তিত সেবাদল।
খোদা
খোদা১ [ khōdā১. ] বি. ঈশ্বর, আল্লাহ্। [আ. খুদা]। খোদাইখিদমদগার বি. ১. খোদার সেবক; ২. উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে আবদুল গফ্ফুর খান-প্রবর্তিত সেবাদল। খোদার খাশি বি. (ব্যঙ্গে) অত্যন্ত হৃষ্টপৃষ্ট বা নাদুসনুদুস কিন্তু নিষ্কর্মা লোক। খোদা২, খুদা২ [ khōdā, khudā ] বিণ. ক্রি. উত্কীর্ণ বা অঙ্কিত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ক্ষুদ]।