খোশাল

খোশাল [ khōśāla ] বিণ. সন্তুষ্ট, খুশি। [ফা. খুশ্হাল]।

খোলসা

খোলসা [ khōlasā ] বিণ. ১. পরিষ্কৃত, মুক্ত (আকাশ খোলসা হয়েছে); ২.  খোলা, অকপট (খোলসা করে বলো); ৩. খালি, উজাড় (মনের কথা খোলসা করো)।  [আ. খুলাসা]।

খোলস

খোলস [ khōlasa ] বি. বাইরের আবরণ (খোলস ছেড়ে বেরিয়ে এল); খোল,  নির্মোক (সাপের খোলস)। [সং. খোলক]।

খোলতা

খোলতা [ khōlatā ] বিণ. উজ্জ্বল; শোভমান, সুবিকশিত (চেহেরাটা বেশ খোলতা  হয়েছে)। [দেশি-তু. হি. খোল্তা]। খোলতাই বি. ঔজ্জ্বল্য; শোভা।

খোলক

খোলক [ khōlaka ] বি. সর্বাঙ্গ আবৃত করে এমন বস্ত্রবিশেষ; খোলা, আবরণ,  shell. [সং. খোল + ক (স্বার্থে)]।

খোরাসানি

খোরাসানি [ khōrāsāni ] বিণ. খোরাসানদেশীয় (খোরাসানি পোশাক)। ☐ বি.  খোরাসানের লোক; খোরাসানের সৈনিক (দলে দলে খোরাসানি আসছে)। [খুরাসান, খোরাসান  + বাং. ই]।

খোরাকি

খোরাকি বি. খাইকরচ (খোরাকি  লাগে না)।

খোরাক

খোরাক [ khōrāka ] বি. ১. খাদ্যদ্রব্য (গোরুর খোরাকের জন্য খরচ কি কম?);  ২. খাওয়ার পরিমাণ (তার খোরাক কম)।  [ফা. খুরাক্]। খোরাকি বি. খাইকরচ (খোরাকি  লাগে না)।

খোরপোশ

খোরপোশ [ khōra-pōśa ] বি. ১. অন্নবস্ত্র; গ্রাসাচ্ছাদন; ২. ভরণপোষণের  খরচ (খোরপোশ জোগাবে কে?)। [ফা. খোর + পোশাক (খাওয়া + পরা)]।