খ্যানখেনে

খ্যানখেনে বিণ. খ্যাঁত্ খ্যাঁত্ বা খ্যানখ্যান করে এমন (খ্যানখেনে ছেলে)।

খ্যানখ্যান

খ্যানখ্যান [ khyāna-khyāna ] বি. অব্য. খ্যাঁত্ খ্যাঁত্ এর অনুরূপ।  খ্যানখেনে বিণ. খ্যাঁত্ খ্যাঁত্ বা খ্যানখ্যান করে এমন (খ্যানখেনে ছেলে)। [দেশি]।

খ্যাতি

খ্যাতি বি. ১. প্রসিদ্ধি, যশ; ২. আখ্যা; ৩. প্রচার।

খ্যাত

খ্যাত [ khyāta ] বিণ. ১. বিখ্যাত, প্রসিদ্ধ (খ্যাতনামা); ২. উক্ত, কথিত,  অভিহিত, পরিচিত (সে এই নামেই খ্যাত)। [সং. খ্যা + ত]। খ্যাতনামা (-মন্) বিণ.  বিখ্যাত, প্রসিদ্ধ। খ্যাতি বি. ১. প্রসিদ্ধি, যশ; ২. আখ্যা; ৩. প্রচার।

খ্যাঁত্খ্যাঁত্

খ্যাঁত্খ্যাঁত্ [ khyānt-khyānt ] বি. অব্য. অসুস্হ বা রুগ্ণ শিশুর বিরক্তিকর  মৃদু কান্না বা ঘ্যানরঘ্যানর (ছেলেটা সারাদিন এত খ্যাঁত্ খ্যাঁত্ করছে যে ওকে রেখে কাজ করতেই  পারছি না)। [দেশি]।

খ্যাঁট

খ্যাঁট [ khyānṭa ] বি. (কৌতু.) ভোজ, ভোজন; জবর খাওয়া (বিয়েবাড়িতে  খ্যাঁট কেমন হল?)। [সং. খেট]। খ্যাঁটন বি. ভোজ, খ্যাঁট।

খোসা

খোসা [ khōsā ] বি. ফলাদির ত্বক (তরকারির খোসা, আমের খোসা); ছাল।  [সং. কোষ]।

খোস

খোস [ khōsa ] বি. পাঁচড়া, চর্মরোগবিশেষ। [সং. খস; অথবা সং. কচ্ছ  (=itching)]।