খুশমেজাজ

খুশমেজাজ [ khuśamējāja ] খোশমেজাজ-এর বানানভেদ। দ্র খোশ।

খুশনাম

খুশনাম [ khuśanāma ] খোশনাম-এর বানানভেদ। দ্র খোশ।

খুশনবিশ

খুশনবিশ [ khuśanabiśa ] খোশনবিশ-এর বানানভেদ। দ্র খোশ।

খুশখবর

খুশখবর [ khuśakhabara ] খোশখবর-এর বানানভেদ। দ্র খোশ।

খুশ

খুশ [ khuśa ] খোশ-এর বানানভেদ। দ্র খোশ।

খাসমুনশি

খাসমুনশি বি. নিজস্ব বা ব্যক্তিগত কেরানি; প্রাইভেট সেক্রেটারি।

খিলান

খিলান১ – খিলা -র অনুরূপ। খিলান২ [ khilāna ] বি. ইট পাথর প্রভৃতি দিয়ে তৈরি অর্ধগোলাকার  গাঁথনিবিশেষ, arch. [দেশি]।

খামআলু

খামআলু–বি. মোটা কন্দবিশেষ, চুপড়ি আলু।

খাম

খাম১ [ khāma ] বি. স্তম্ভ, থাম, খুঁটি। [সং. স্তম্ভ > থাম > খাম]। খামআলু–বি. মোটা কন্দবিশেষ, চুপড়ি আলু। খাম২ – বি. লেফাপা, পত্রাদির আবরণ। [ ফা. ]

খোরশুলা

খরশুলা, খরশোলা, খরসোলা, খোলশোলা, খোরসোলা, খোরশুলা, খোরশুলা — বি. ক্ষুদ্রজাতীয় মৎস্যবিশেষ।