খোলাবাজার

খোলাবাজার [ khōlā-bājāra ] বি. সর্বসাধারণের জন্য উন্মুক্ত (এবং সরকারি  বা অন্যবিধ নিয়ন্ত্রণমুক্ত) বৈধ বাজার (খোলাবাজারে এখন অঢেল চাল পাওয়া যাচ্ছে)। [বাং.  খোলা (=নিয়ন্ত্রণমুক্ত) + বাজার]।

খোলামকুচি

খোলামকুচি [ khōlāma-kuci ] বি. ১. হাঁড়ি-কলসি প্রভৃতির ছোট ভাঙা  টুকরো; ২. (আল.) অকিঞ্চিত্কর জিনিস। [< বাং. খোলা১ + কুচি]।

খোশামোদি

খোশামোদি, খোশামুদি বি. স্তুতি;  চাটুবাক্য।

খোশামুদি

খোশামুদি, খোশামোদি বি. স্তুতি;  চাটুবাক্য।

খোশামদ

খোশামদ [ khōśāmada ] বি. স্তাবকতা, তোষামোদ, চাটুবাক্য (খোশামোদে ভোলে  না এমন লোক কমই আছে)। [ফা. খুশ্আমদ্]। খোশামুদি, খোশামোদি বি. স্তুতি;  চাটুবাক্য। খোশামুদে বিণ. খোশামোদ করে এমন, চাটুকার।

খ্যাপামি

খ্যাপামি [ khyāpāmi ] যথাক্রমে খেপামি -র  বানানভেদ।

খ্যাপা

খ্যাপা, খেপা২  [ khyāpā, khēpā ] ক্রি. ১. ক্ষিপ্ত হওয়া, পাগল হওয়া;  ২. ক্রুদ্ধ হওয়া; ক্রোধে মত্ত হওয়া (ষাঁড়টা হঠাত্ খেপেছে); ৩. উদ্দাম হওয়া (সমুদ্র  খেপেছে)। [সং. √ক্ষিপ্]। ☐ বিণ. ১. খেপেছে এমন (খ্যাপা লোক, খ্যাপা ষাঁড়); ২.  উদ্দাম হয়েছে এমন (খ্যাপা হাওয়া); ৩. ভাবোন্মত্ত (খ্যাপা বাউল)। ☐ বি. ১. খ্যাপা  লোক; ভাবোন্মত্ত ব্যক্তি (বামা খ্যাপা) ; ২. আদরের বা স্নেহের সম্বোধনবিশেষ (দূর খ্যাপা,  খেপা কোথাকার)। স্ত্রী. খেপি।

খ্যাপন

খ্যাপন বি. প্রচার, ঘোষণা; কীর্তন (নামখ্যাপন)।

খ্যাপক

খ্যাপক [ khyāpaka ] বিণ. ঘোষণাকারী, প্রচারক। [সং. √খ্যা + ণিচ্ + অক]। খ্যাপন বি. প্রচার, ঘোষণা; কীর্তন (নামখ্যাপন)।