খোশখোরাকি

খোশখোরাকি বিণ. শৌখিন আহারে অভ্যস্ত; ভোজনবিলাসী। 

খোশকবালা

খোশকবালা  বি. পাকাপাকিভাবে স্বত্ব হস্তান্তরের দলিল।

খোশ

খোশ [ khōśa ] বিণ. আনন্দজনক, প্রীতিকর (খোশখবর)। [ফা. খুশ্]। খোশকবালা  বি. পাকাপাকিভাবে স্বত্ব হস্তান্তরের দলিল। খোশখবর বি. সুসংবাদ। খোশখেয়াল বি. খামখেয়াল,  মরজি। খোশখোরাক বি. শৌখিন আহার। খোশখোরাকি বিণ. শৌখিন আহারে অভ্যস্ত; ভোজনবিলাসী।  খোশগল্প বি. আমোদজনক হালকা গল্পগুজব বা আলাপ (সারাটা দিন খোশগল্প করেই কেটে গেল)।  খোশনবিশ বি. অতি সুন্দর হস্তাক্ষরবিশিষ্ট ব্যক্তি; সুলেখক। খোশনাম বি. সুনাম, সুখ্যাতি। খোশপোশাক বি. শৌখিন পোশাক। খোশপোশাকি বিণ. পোশাকবিলাসী। খোশবু, খুশবু, খোশবাই, খোশবয়  বি. সুগন্ধ। খোশমেজাজ বি. প্রফুল্লতা; প্রফুল্ল মন।

খোলানো

খোলানো ক্রি. বি. অন্যকে দিয়ে খুলিয়ে নেওয়া।

খোলাখুলি

খোলাখুলি  বিণ. অকপট, স্পষ্ট (খোলাখুলি কথা)। ☐ ক্রি-বিণ. অকপটে, স্পষ্টভাবে (একটা কথা  তোমাকে খোলাখুলি বলব)। ☐ বি. অকপটতা, স্পষ্টতা; বারবার খোলা ও বাঁধা (পঞ্চাশবার  এই খোলাখুলি কার ভালো লাগে?)।

খুলা

খুলা, খোলা২ [ khulā , khōlā ] ক্রি. ১. উন্মুক্ত করা (দরজা খোলো);  ২. বন্ধনমুক্ত করা (জাহাজ খোলা) ; ৩. শিথিল করা (খোঁপা খোলা); ৪. খসানো,  অবিন্যস্ত করা (চুল খোলা); ৫. পরিত্যাগ করা, ছাড়া (জামা খোলা); ৬. প্রতিষ্ঠা করা,  স্হাপন করা (একটা স্কুল খুলেছি); ৭. আরম্ভ হওয়া (আজ স্কুল খুলবে); ৮. বিকশিত  হওয়া, শোভা পাওয়া (তোমার গায়ে জামাটা বেশ খুলেছে) ; ৯. আড়ষ্টতা ত্যাগ করা (হাত  খুলে খেলো); ১০. অকপট হওয়া (মন খুলে কথা বলা); ১১. স্খলিত হওয়া (ইট খুলে খুলে  পড়ছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. উক্ত সব অর্থে, এবং বিশেষত উন্মুক্ত; বন্ধনহীন;  অকপট (খোলা মন); [বাং....

খোলা

খোলা১ [ khōlā ] বি. ১. খোসা, আবরণ (কলার খোলা); ২. ভাজবার  পাত্রবিশেষ (‘খোলা পেতে ভাজে খই মুড়ি’: রবীন্দ্র); ৩. খাপরা (খোলার চাল); ৪.  খেত, খামার (ধানের খোলা); ৫. স্হান (হাটখোলা, ইটখোলা)। [খোলক]। খোলা২, খুলা [ khōlā, khulā ] ক্রি. ১. উন্মুক্ত করা (দরজা খোলো);  ২. বন্ধনমুক্ত করা (জাহাজ খোলা) ; ৩. শিথিল করা (খোঁপা খোলা); ৪. খসানো,  অবিন্যস্ত করা (চুল খোলা); ৫. পরিত্যাগ করা, ছাড়া (জামা খোলা); ৬. প্রতিষ্ঠা করা,  স্হাপন করা (একটা স্কুল খুলেছি); ৭. আরম্ভ হওয়া (আজ স্কুল খুলবে); ৮. বিকশিত  হওয়া, শোভা পাওয়া (তোমার গায়ে জামাটা বেশ খুলেছে) ; ৯. আড়ষ্টতা ত্যাগ করা (হাত  খুলে খেলো);...