খোরা

খোরা, খোরাই [ khōrā, khōrāi ] বি. (সাধারণত) মাটির বা পাথরের  কিনারা-উঁচু পাত্রবিশেষ; মাটির বা পাথরের বাটি। [দেশি]।

খোশবয়

খোশবয়, খোশবু, খুশবু, খোশবাই  বি. সুগন্ধ।

খোশবাই

খোশবাই, খোশবয়, খোশবু, খুশবু  বি. সুগন্ধ।

খোশবু

খোশবু, খুশবু, খোশবাই, খোশবয়  বি. সুগন্ধ।

খোশনবিশ

খোশনবিশ বি. অতি সুন্দর হস্তাক্ষরবিশিষ্ট ব্যক্তি; সুলেখক।

খোশগল্প

খোশগল্প বি. আমোদজনক হালকা গল্পগুজব বা আলাপ (সারাটা দিন খোশগল্প করেই কেটে গেল)।