খামখেয়াল
খামখেয়াল [ khāma-khēẏāla ] বি. চিত্তের অস্হিরতা; হঠাত্ বা অদ্ভুত খেয়াল; অদ্ভুত বা অসার কল্পনা। [ফা. খাম্ + আ. খেয়াল]। খামখেয়ালি বিণ. অদ্ভুত খেয়ালবিশিষ্ট; খেয়ালের বশে হঠাত্ হঠাত্ কোনো কাজ করে বসে এমন (আমার বাবা ছিলেন খুব খামখেয়ালি লোক)। খামখেয়ালিপনা বি. খেয়ালি বা খামখেয়ালি স্বভাব (খামখেয়ালিপনার জন্য তার যথেষ্ট ক্ষতি হয়েছে)।
খোকা
খোকা [ khōkā ] বি. ১. শিশুপুত্র (তার একটি খোকা হয়েছে); ২. অল্পবয়স্ক বালক (খোকাখুকুর খেলা) ; ৩. (ব্যঙ্গে) অল্পবয়সীর মতো আচরণকারী বয়স্ক লোক (বুড়ো খোকা)। [আঞ্চ. কোকা < সং. কুক্ষি?]। খোকাপনা, খোকামি বি. বয়স্ক লোকের খোকার মতো আচরণ (এই খোকামি তোমাকে আর মানায় না)। স্ত্রী. খুকি, খুকু। খোকাইলিশ বি. ইলিশের স্বাদগন্ধযুক্ত ছোট ইলিশবিশেষ।