খোঁড়া

খোঁড়া১, খুঁড়া  [ khōnḍā, khunḍā  ] ক্রি. ১. খনন করা (মাটি খুঁড়ছে, কবর  খোঁড়া); ২. কিছুতে ঠোকা (মাথা খোঁড়া); ৩. অতিরিক্ত প্রশংসা করে ক্ষতি বা অমঙ্গল করা  (দয়া করে আমার ছেলেটাকে তোমরা খুঁড়ো না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [প্রাকৃ. √খুড়্‌  < সং. √ক্ষুদ্]। খোঁড়া২ [ khōn̐ḍā ] বি. বিণ. পায়ের ত্রুটি বা অসুবিধার জন্য ঠিকমতো হাঁটতে পারে না এমন, খঞ্জ (খোঁড়াটা ছুটিতে পারছে না; খোঁড়া ভিখিরি)। [সং. খোঁড়]।

খুঁড়া

খুঁড়া, খোঁড়া [ khunḍā, khōnḍā ] ক্রি. ১. খনন করা (মাটি খুঁড়ছে, কবর  খোঁড়া); ২. কিছুতে ঠোকা (মাথা খোঁড়া); ৩. অতিরিক্ত প্রশংসা করে ক্ষতি বা অমঙ্গল করা  (দয়া করে আমার ছেলেটাকে তোমরা খুঁড়ো না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [প্রাকৃ. √খুড়্‌  < সং. √ক্ষুদ্]। খুঁড়াখুঁড়ি খোঁড়াখুঁড়ি বি. ক্রমাগত বা বারংবার খনন (এই রাস্তায় এখন খোঁড়াখুঁড়ি  চলছে)।

খুঁট

খুঁট [ khunṭa ] বি. ১. কাপড়ের কোণ (খুঁটে পয়সা বেঁধে নিল); ২. সুতোর প্রান্ত।  [বাং. √খুঁট্ + অ]।

খাম্বিরা

খাম্বিরা, খামিরা  বি. মশলাযুক্ত তামাকবিশেষ।

খামিরা

খামিরা, খাম্বিরা বি. মশলাযুক্ত তামাকবিশেষ।

খামির

খামির, খামি২ [ khāmira, khāmi ] বি. জিলাপি বা অনুরূপ খাদ্যদ্রব্য তৈরি  করার গাঁজ, yeast. [আ. খমীর]।

খামি

খামি১ [ khāmi ] বি. ১. অলংকারের মধ্যাংশ; ২. কণ্ঠহারের বলয়ের মধ্যে  সংযোগকারী আংটা (খামি-দেওয়া হার)। [ফা. খম্]। খামি২, খামির [ khāmi, khāmira ] বি. জিলাপি বা অনুরূপ খাদ্যদ্রব্য তৈরি  করার গাঁজ, yeast. [আ. খমীর]। খামিরা, খাম্বিরা বি. মশলাযুক্ত তামাকবিশেষ।

খিটমিট

খিটমিট, খিটখিট  [ khiṭa-miṭa, khiṭa-khiṭa  ] বি. ক্রমাগত তিরস্কার  বা অসন্তোষ প্রকাশ; খিচখিচ (সবসময় খিটখিট না করা ভালো মুখে ওর সঙ্গে দুটো কথা বলতে  পার না?)। [দেশি]।

খিটখিট

খিটখিট, খিটমিট [ khiṭa-khiṭa, khiṭa-miṭa ] বি. ক্রমাগত তিরস্কার  বা অসন্তোষ প্রকাশ; খিচখিচ (সবসময় খিটখিট না করা ভালো মুখে ওর সঙ্গে দুটো কথা বলতে  পার না?)। [দেশি]। খিটখিটে বিণ. সর্বদা খিটখিট করে এমন (খিটখিটে স্বভাবের লোক).

খিটখিটে

খিটখিটে বিণ. সর্বদা খিটখিট করে এমন (খিটখিটে স্বভাবের লোক).