খোঁড়া
খোঁড়া১, খুঁড়া [ khōnḍā, khunḍā ] ক্রি. ১. খনন করা (মাটি খুঁড়ছে, কবর খোঁড়া); ২. কিছুতে ঠোকা (মাথা খোঁড়া); ৩. অতিরিক্ত প্রশংসা করে ক্ষতি বা অমঙ্গল করা (দয়া করে আমার ছেলেটাকে তোমরা খুঁড়ো না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [প্রাকৃ. √খুড়্ < সং. √ক্ষুদ্]। খোঁড়া২ [ khōn̐ḍā ] বি. বিণ. পায়ের ত্রুটি বা অসুবিধার জন্য ঠিকমতো হাঁটতে পারে না এমন, খঞ্জ (খোঁড়াটা ছুটিতে পারছে না; খোঁড়া ভিখিরি)। [সং. খোঁড়]।