খোঁজাখুঁজি

খোঁজাখুঁজি, খুঁজাখুঁজি  বি. ক্রমাগত বা বারংবার খোঁজ বা সন্ধান (খোঁজাখুঁজিই  সার হল, জিনিসটা পেলাম না)।

খুঁজাখুঁজি

খুঁজাখুঁজি, খোঁজাখুঁজি বি. ক্রমাগত বা বারংবার খোঁজ বা সন্ধান (খোঁজাখুঁজিই  সার হল, জিনিসটা পেলাম না)।

খোঁজানো

খোঁজানো, খুঁজিনো  ক্রি. (পরের দ্বারা) সন্ধান করানো বা অন্বেষণ  করানো। ☐ বি. (অন্যের দ্বারা) সন্ধান।

খুঁজিনো

খুঁজিনো,  খোঁজানো ক্রি. (পরের দ্বারা) সন্ধান করানো বা অন্বেষণ  করানো। ☐ বি. (অন্যের দ্বারা) সন্ধান।

খোঁজা

খোঁজা, খুঁজা  [ khōnjā, khunjā  ] ক্রি. খোঁজ করা, সন্ধান করা (অনেকক্ষণ  ধরে তোমাকে খুঁজছি)। ☐ বি. সন্ধান, অন্বেষণ, খোঁজ (জিনিসটার জন্যে খোঁজা এখনও  চলছে)। [বাং. √খুঁজ্]।

খুঁজা

খুঁজা, খোঁজা [ khunjā, khōnjā ] ক্রি. খোঁজ করা, সন্ধান করা (অনেকক্ষণ  ধরে তোমাকে খুঁজছি)। ☐ বি. সন্ধান, অন্বেষণ, খোঁজ (জিনিসটার জন্যে খোঁজা এখনও  চলছে)। [বাং. √খুঁজ্]। খুঁজাখুঁজি, খোঁজাখুঁজি বি. ক্রমাগত বা বারংবার খোঁজ বা সন্ধান (খোঁজাখুঁজিই  সার হল, জিনিসটা পেলাম না)। খুঁজিনো,  খোঁজানো ক্রি. (পরের দ্বারা) সন্ধান করানো বা অন্বেষণ  করানো। ☐ বি. (অন্যের দ্বারা) সন্ধান।

খুঁড়ানো

খুঁড়ানো, খোঁড়ানো২ [ khunḍānō, khōnḍānō ] ক্রি. খঞ্জের মতো চলা  (হাঁটার নামেই তুমি খোঁড়াতে শুরু করলে?)। ☐ বি. খঞ্জের মতো চলন বা গতি (তোমার খোঁড়ানো বন্দ করো)। [খোঁড়া দ্র]।

খোঁড়ানো

খোঁড়ানো১ ক্রি. (অপরের দ্বারা) খনন করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। খুঁড়ানো, খোঁড়ানো২ [ khunḍānō, khōnḍānō ] ক্রি. খঞ্জের মতো চলা  (হাঁটার নামেই তুমি খোঁড়াতে শুরু করলে?)। ☐ বি. খঞ্জের মতো চলন বা গতি (তোমার খোঁড়ানো বন্দ করো)। [খোঁড়া দ্র]।

খোঁড়াখুঁড়ি

খোঁড়াখুঁড়ি, খুঁড়াখুঁড়ি  বি. ক্রমাগত বা বারংবার খনন (এই রাস্তায় এখন খোঁড়াখুঁড়ি  চলছে)।

খুঁড়া

খুঁড়া, খোঁড়া [ khunḍā, khōnḍā ] ক্রি. ১. খনন করা (মাটি খুঁড়ছে, কবর  খোঁড়া); ২. কিছুতে ঠোকা (মাথা খোঁড়া); ৩. অতিরিক্ত প্রশংসা করে ক্ষতি বা অমঙ্গল করা  (দয়া করে আমার ছেলেটাকে তোমরা খুঁড়ো না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [প্রাকৃ. √খুড়্‌  < সং. √ক্ষুদ্]। খুঁড়াখুঁড়ি খোঁড়াখুঁড়ি বি. ক্রমাগত বা বারংবার খনন (এই রাস্তায় এখন খোঁড়াখুঁড়ি  চলছে)।