খেলুড়ে

খেলুড়ে, খেলুড়িয়া [ khēluḍē, khēluḍiẏā ] বি. ১. খেলোয়াড়, যে খেলে  (ও তো ভালো দাবা-খেলুড়ে); ২. খেলার সাথি। [বাং. খেলা + ড়িয়া > ড়ে]। স্ত্রী.  খেলুড়ি।

খেলাপ

খেলাপ [ khēlāpa ] বি. অন্যথাচরণ, ব্যত্যয় (আমি কখনো কথার খেলাপ করি  না)। [আ. খিলাফ্]।

খেপি

খেপি স্ত্রী. খ্যাপা, খেপা২ । 

খেপানো

খেপানো ক্রি. পাগল করে তোলা; জ্বালাতন করা। ☐ বি. বিণ.  উক্ত সব অর্থে।

খেপামি

খেপামি বি. পাগলামি (এমন খ্যাপামি করছ কেন?)।

খেপা

খেপা১ [ khēpā ] ক্রি. নিক্ষেপ করা, ক্ষেপণ করা। ☐ বিণ. বি উক্ত অর্থে।  [সং. √ক্ষিপ্ + বাং. আ]। খেপা২, খ্যাপা [ khēpā, khyāpā ] ক্রি. ১. ক্ষিপ্ত হওয়া, পাগল হওয়া;  ২. ক্রুদ্ধ হওয়া; ক্রোধে মত্ত হওয়া (ষাঁড়টা হঠাত্ খেপেছে); ৩. উদ্দাম হওয়া (সমুদ্র  খেপেছে)। [সং. √ক্ষিপ্]। ☐ বিণ. ১. খেপেছে এমন (খ্যাপা লোক, খ্যাপা ষাঁড়); ২.  উদ্দাম হয়েছে এমন (খ্যাপা হাওয়া); ৩. ভাবোন্মত্ত (খ্যাপা বাউল)। ☐ বি. ১. খ্যাপা  লোক; ভাবোন্মত্ত ব্যক্তি (বামা খ্যাপা) ; ২. আদরের বা স্নেহের সম্বোধনবিশেষ (দূর খ্যাপা,  খেপা কোথাকার)। স্ত্রী. খেপি। খেপানো ক্রি. পাগল করে তোলা; জ্বালাতন করা। ☐ বি. বিণ.  উক্ত সব অর্থে।...

খেয়ালখুশি

খেয়ালখুশি বি.  যেমন ইচ্ছা তেমন করা; খামখেয়াল।

খেয়ালি

খেয়ালি বি. খেয়ালগায়ক, খেয়ালিয়া। ☐ বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক; অব্যবস্হিতচিত্ত (ভারি খেয়ালি লোক)।

খেয়াল

খেয়াল [ khēẏāla ] বি. ১. কল্পনা; স্বপ্ন; ২. জ্ঞান, হুঁশ, চেতনা (কখন বেলা  গেল খেয়ালই ছিল না) ; ৩. স্মরণ (কী বলেছিলাম খেয়াল নেই); ৪. প্রবৃত্তি, ঝোঁক  (বদখেয়াল); ৫. মরজি, খুশি, ইচ্ছা (আপন খেয়ালে চলা); ৬. অসাধারণ ব্যাপার  (প্রকৃতির খেয়াল, বড়মানুষি খেয়াল); ৭. (প্রচলিত বিশ্বাস অনুযায়ী) আমির খসরু ও  সুলতান হোসেন কর্তৃক প্রবর্তিত উচ্চাঙ্গ সংগীতবিশেষ। [আ. খয়াল্]। খেয়ালি বি. খেয়ালগায়ক, খেয়ালিয়া। ☐ বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক; অব্যবস্হিতচিত্ত (ভারি খেয়ালি লোক)। খেয়ালখুশি বি.  যেমন ইচ্ছা তেমন করা; খামখেয়াল। খেয়ালিয়া বি. খেয়াল-গাইয়ে।