খোঁচানো

খোঁচানো ক্রি. বি. ১. খোঁচা দেওয়া; ২. বিরক্ত বা উত্তেজিত করা।

খোঁচা

খোঁচা১ [ khōncā ] বিণ. খোঁচযুক্ত, তীক্ষ্ণাগ্র (খোঁচা খোঁচা দাড়ি)। [বাং. খোঁচ  + আ]। খোঁচা২ [ khōncā ] বি. তীক্ষ্ণ বস্তুর আঘাত (বল্লমের খোঁচা); কোনো কিছুর আগা  দিয়ে ঠেলা বা আঘাত (লাঠির খোঁচা); আঁচড়, দাগ (কলমের খোঁচা)। [বাং. √খোঁচা]। খোঁচানো ক্রি. বি. ১. খোঁচা দেওয়া; ২. বিরক্ত বা উত্তেজিত করা। খোঁচাখুঁচি বি. কার্যসিদ্ধির জন্য  নানা দিকে খোঁচার প্রয়োগ; পরস্পর খোঁচা দেওয়া; ক্রমাগত বিরক্ত করা (ব্যাপারটা নিয়ে এত  খোঁচাখুঁচি করছ কেন?)।

খেলানো

খেলানো ক্রি. ১. খেলা করানো (ছেলেদের  খেলাচ্ছে); ২. চালনা করে কৌতুক দক্ষতা রঙ্গ ইত্যাদি প্রদর্শন করা (সাপ খেলানো) ; ৩.  ইচ্ছামতো পরিচালিত করা (মাছটাকে খেলাচ্ছি, পুলিশ চোরকে খেলাচ্ছে)।

খেলাধুলা

খেলাধুলা বি. তুচ্ছ  জিনিস নিয়ে শিশুদের ক্রীড়াকৌতুক; নানাবিধ খেলা।

খেলনা

খেলনা বি. ক্রীড়নক, পুতুল। ☐ বিণ.  ক্রীড়নকরূপে ব্যবহার্য (খেলনা-পুতুল)।

খেল

খেল বি. ১.  ক্রীড়া; ২. ভোজবাজি (ভানুমতীর খেল)।

খেলা

খেলা [ khēlā ] বি. ১. ক্রীড়া (বল নিয়ে খেলা); ২. কৌতুক বা পারদর্শিতা প্রদর্শন  (সাপ খেলা, ছোরা খেলা) ; ৩. লীলা, অবস্হাবিশেষের আচরণ (‘এই খেলা তো শেষ খেলা  নয়’: রবীন্দ্র) ; ৪. ভোজবাজি (ভানুমতীর খেলা)। ☐ ক্রি. ১. খেলা করা (ছেলেরা মাঠে  খেলছে); ২. স্ফুরিত বা বিকশিত হওয়া (মাথায় একটা বুদ্ধি খেলে গেল) ; ৩. বুদ্ধিযুক্ত  হওয়া (অঙ্কটা তার মাথায় ঠিক খেলে না)। [সং. √খেল্ + বাং. আ]। খেল বি. ১.  ক্রীড়া; ২. ভোজবাজি (ভানুমতীর খেল)। খেলনা বি. ক্রীড়নক, পুতুল। ☐ বিণ.  ক্রীড়নকরূপে ব্যবহার্য (খেলনা-পুতুল)। খেলাঘর বি. (আল.) কৃত্রিম সংসার। খেলাধুলা বি. তুচ্ছ  জিনিস নিয়ে শিশুদের ক্রীড়াকৌতুক; নানাবিধ খেলা।...

খেলুড়ি

খেলুড়ি স্ত্রী.  খেলুড়িয়া, খেলুড়ে।

খেলুড়িয়া

খেলুড়িয়া, খেলুড়ে  [ khēluḍiẏā, khēluḍē  ] বি. ১. খেলোয়াড়, যে খেলে  (ও তো ভালো দাবা-খেলুড়ে); ২. খেলার সাথি। [বাং. খেলা + ড়িয়া > ড়ে]। স্ত্রী.  খেলুড়ি।