ওপড়া

ওপড়া, ওপাড়ানো [ ōpaḍā, ōpāḍānō ] যথাক্রমে উপড়া ও উপড়ানো -র চলিত রূপ।

ওনাকে

ওনাকে [ ōnākē ] সর্ব. (আঞ্চ.) তাঁকে, ওঁকে। [বাং. উনি + কে >]। ওনাদের–সর্ব. ওঁদের, তাঁদের।

ওদিক

ওদিক [ ōdika ] বি. ওই দিক; ওই পক্ষ (ওদিকে গেছে; একবার এদিক একবার ওদিক)। [বাং. ও২ + সং. দিক্]।

ওদন

ওদন [ ōdana ] বি. অন্ন, ভাত, সিদ্ধ তণ্ডুল (‘শিশু কাঁদে ওদনের তরে’: ক.ক)। [সং. √ উন্দ্ + অন]।

ওথা

ওথা [ ōthā ] ক্রি-বিণ. (প্রা. বাং/আঞ্চ.) ওখানে, কিছু দূরে। [বাং. ও২ + থা (সং. স্হান)]।

ওতলা

ওতলা [ ōtalā ] উতলা-র চলিত রূপ।

ওতরা

ওতরা [ ōtarā ] উতরা-র চলিত রূপ।  

ওতপ্রোত

ওতপ্রোত [ ōta-prōta ] বিণ. সর্বত্র পরিব্যাপ্ত; পরস্পর সম্পূর্ণ জড়িত (এই ব্যাপারটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি; ‘সময় দিয়ে ওতপ্রোত বাঁধে আমার ভিটে’: শ. ঘো.)। [সং. অত (=অন্তর্ব্যাপ্ত) + (প্রোত) (=প্রোথিত)]।

ওতপাতা

ওতপাতা–ক্রি. বি. শিকারের অপেক্ষায় থাকা; (হেঁট হয়ে) শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি থাকা।