ওয়াকিবহাল

ওয়াকিবহাল–বিণ. অবস্হা সম্পর্কে অভিজ্ঞ। [আ. ওয়াকিফ্ + হাল্]।

ওয়াকিফ

ওয়াকিফ, ওয়াকেফ, ওয়াকিব, ওয়াকেব [ ōỷākipha, ōỷākēpha, ōỷākiba, ōỷākēba ] বিণ. অভিজ্ঞ; কোনো বিষয়ে ধারণা আছে এমন। ওয়াকিবহাল–বিণ. অবস্হা সম্পর্কে অভিজ্ঞ। [আ. ওয়াকিফ্ + হাল্]।

ওয়াকফনামা

ওয়াকফনামা [ ōỷākapha-nāmā ] বি. ধর্মের জন্য বা জনহিতে ঈশ্বরের নামে দানপত্র। [আ. বাকিফ্ + ফা. নামহ্]।

ওয়াকওভার

ওয়াকওভার [ ōỷāka-ōbhāba ] বি. (খেলায়) বিপক্ষ দলের অনুপস্হিতিতে না খেলেই জয়লাভ। [ইং. walk over]।

ওক

ওক–ওয়াক দ্রঃ।

ওয়াক

ওয়াক, ওক [ ōỷāka, ōka ] অব্য. বমির অনুকারধ্বনি। ওক তোলা, ওয়াক তোলা–ক্রি. বি বমির উদ্রেক হয়েছে এমন শব্দ করা (বাচ্চাটা দুধ খেয়েই ওক তুলতে শুরু করেছে)।

ওভারব্রিজ

ওভারব্রিজ [ ōbhāra-brija ] বি. রেল স্টেশনে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য নির্মিত উঁচু সেতুবিশেষ। [ইং. overbridge]।

ওভারটাইম

ওভারটাইম [ ōbhāra-ţāima ] বি. ১. নির্দিষ্ট সময়ের অতিরিক্ত কাজের জন্য মজুরি; ২. নির্দিষ্ট সময়ের অতিরিক্ত কাজ। [ইং. overtime]।

ওপার

ওপার [ ōpāra ] বি. ১. অন্য পার; ওই পার; ২. ওই দিক; ৩. পরলোক। [বাং. ও (ওই) + সং. পার]।