ওয়াপস

ওয়াপস [ ōỷāpasa ] বি. ফেরত (বইটা ওয়াপস দাও)। [ফা. ওয়াপস্]।

ওয়াদা

ওয়াদা [ ōỷādā ] বি. ১. মেয়াদ, নির্দিষ্ট সময় (তোমার ওয়াদা শেষ); ২. প্রতিশ্রুতি, ভবিষ্যতে কাউকে কিছু দেবার প্রতিশ্রুতি (আমি তাকে টাকা দেব বলে ওয়াদা করেছিলাম; তাকে ওয়াদা দিয়েছিলাম যে টাকা দেব)। [আ. ওয়াদাহ্]। ওয়াদা খেলাপ করা–ক্রি-বি. কথার খেলাপ করা, কথা দিয়ে কথা না রাখা।

ওয়াড়

ওয়াড়, ওড় [ ōỷāḍ, ōḍ ] বি. বালিশ লেপ ইত্যাদির ঢাকনা খোল বা আবরণ। [সং. অববেষ্ট-তু. হি. মরা. ওঢ়ণী]।

ওয়াটারপোলো

ওয়াটারপোলো [ ōỷāţārapōlō ] ওআটারপোলো-র বানানভেদ। এক প্রকার খেলা। [ইং. Water Polo ]

ওয়াজেব

ওয়াজেব [ ōỷājēba ] ওয়াজিব-এর বানানভেদ।

ওয়াজিব

ওয়াজিব, ওয়াজেব [ ōỷājiba, ōỷājēba ] বিণ. ১. সঠিক; ২. ন্যায়সংগত; ৩. প্রয়োজনীয়। [আ. ওয়াজীব্]।