ওয়াসিল

ওয়াসিল, ওয়াশিল [ ōỷāsila, ōỷāśila ] বি. পাওনা-আদায়, উসুল। [আ. ওয়াসিল্]।

ওয়ালি

ওয়ালি, উলি–ওয়ালা-র স্ত্রীলিঙ্গ।

ওআলা

ওআলা [ oālā ] ওয়ালা-র রূপভেদ।

ওয়ালা

ওয়ালা [ ōỷālā ] তদ্ধিত প্রত্যয়বিশেষ ১. ব্যবসায়ী, বিক্রেতা (ফলওয়ালা); ২. পেশাধারী (ফেরিওয়ালা, পাহারাওয়ালা); ৩. অধিকারী, মালিক (বাড়িওয়ালা, টাকাওয়ালা লোক)। [হি. ওয়ালা]। স্ত্রী. ওয়ালি, উলি। ওআলা [ oālā ] ওয়ালা-র রূপভেদ।

ওয়ারেণ্ট

ওয়ারেণ্ট, ওআরেণ্ট [ ōỷārēņţa, ōārēņţa ] বি. গ্রেপ্তারি পরোয়ানা। [ইং. warrant]।

ওয়ারিসান

ওয়ারিসান, ওয়ারিশান–বি. ১. উত্তরাধিকারিগণ; ২. (বাংলায়) উত্তরাধিকারী (‘তস্য ওয়ারিশানগণ মালিক দখলিকারস্বত্বে’: সু.রা.)।

ওয়ারিস

ওয়ারিস, ওয়ারিশ [ ōỷārisa, ōỷāriśa ] বি. উত্তরাধিকারী। [আ. ওয়ারিস্]। ওয়ারিসান, ওয়ারিশান–বি. ১. উত্তরাধিকারিগণ; ২. (বাংলায়) উত্তরাধিকারী (‘তস্য ওয়ারিশানগণ মালিক দখলিকারস্বত্বে’: সু.রা.)।