ও ওরম্বা ওরম্বা, ওড়ম্বা [ ōrambā, ōḍmbā ] বি. ১. অকর্মা লোক; যে কেবল ঘুরে ফিরে বেড়ায়; ২. লম্পট ব্যক্তি। [প্রাকৃ. √ উরুম্বা]।
ও ওরফে ওরফে [ ōraphē ] অব্য. বি. ১. বনাম, নামান্তরে (এই লোকটিই রতন ওরফে বাবু); ২. উপনাম, ডাকনাম। [আ. উর্ফ্]।
ও ওর ওর১ [ ōra ] বি. (বৈ. সা.) অন্ত, পার, সীমা (‘রূপের নাহিক ওর’: চণ্ডী)। [হি. ওর]। ওর২ [ ōra ] সর্ব. তার, ওই ব্যক্তির। [সং. অদস্]।
ও ওয়াহাবি ওয়াহাবি, (বর্জি.) ওয়াহাবী, ওহাবি [ ōỷāhābi (barji.) ōỷāhābī, ōhābi ] বিণ. বি. মুসলমান ধর্মসংস্কারক আবদুল ওয়াহাব-এর অনুগামী। [আ. ওয়হাবী]।
ও ওয়াস্তা ওয়াস্তা [ ōỷāstā ] বি. ১. অপেক্ষা; ২. তোয়াক্কা, ভরসা (সে কারও ওয়াস্তা করে না); ৩. উপায় (শত্রুসৈন্য টুকে পড়লে আর ওয়াস্তা থাকবে না); ৪. হেতু, জন্য, দরুন (কারও ওয়াস্তে কিছু করা)। [আ. ওয়াস্তা]।