ওলাইচণ্ডী

ওলাইচণ্ডী [ ōlāi-caņḍī ] বি. ওলাওঠা বা কলেরা রোগের অধিষ্ঠাত্রী গ্রাম্য বা লৌকিক দেবীবিশেষ। [বাং. ওলা৩ + সং. চণ্ডী]।

ওলানো

ওলানো [ ōlānō ] বিণ. বি. নামানো।

ওলা

ওলা১–ওয়ালা-র রূপভেদ। ওলা২ [ ōlā ] বি. সাদা চিনির নাড়ু। [দেশি]। ওলা৩ [ ōlā ] ক্রি. উলা, (আঞ্চ.) নামা বা নামানো (ওলা-ওঠা, গলা দিয়ে ভাত ওলে না)। [বাং. √ ওল্ + আ]। ওলানো–বিণ. বি. নামানো।

ওলন্দাজ

ওলন্দাজ [ ōlandāja ] বি. হল্যাণ্ডের অধিবাসী. ডাচ। [ফ. Hollandaise, মূল ফ. উচ্চারণ অলাঁদেজ্; Holandes, মূল পো. উচ্চারণ ওলাঁদেশ]।

ওলন

ওলন১ [ ōlana ] বি. অবতরণ, অবরোহণ; নামা। [বাং. √ ওল্ + অন]। ওলন২ [ ōlana ] বি. লম্বরেখা বা খাড়াই নির্ণয়ের জন্য নীচে তার-বাঁধা সুতো, খাড়াই পরীক্ষার জন্য রাজমিস্ত্রিদের ব্যবহৃত ওলনদাড়ি। বিণ. উল্লম্ব, vertical. [সং. অবলম্বন]।

ওল

ওল [ ōla ] বি. তরকারিরূপে ব্যবহৃত কন্দবিশেষ। [সং. ওল্ল, প্রাকৃ. ওল্ল]। বুনো ওল–বি. বনে জঙ্গলে অযত্নে বেড়ে-ওঠা একজাতীয় তীব্র ওল যা খেলে গলা ধরে বা কুটকুট করে। যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল–যেমন দৃষ্ট প্রকৃতির লোক তেমনি তাকে শায়েস্তা করবার মতো কঠোর শাসন।

ওরে

ওরে১ [ ōrē ] সর্ব. (কাব্যে ও আঞ্চ.) ওকে, তাকে (‘ওকে জাগায়ো না’: রবীন্দ্র)। [বাং. ‘সে’ শব্দের দ্বিতীয়ার একবচন]। ওরে২ [ ōrē ] অব্য. তুচ্ছার্থে বা আদরে ব্যবহৃত ধ্বনি (ওরে ছাড়্ রে, ওরে বাবারে, ওরে আমার সাত সাগরের মানিক)।

ওরাংওটাং

ওরাংওটাং [ ōrā-ṃōţā ] বি. মনুষ্যাকৃতি দীর্ঘবাহু বৃক্ষবাসী বানরজাতীয় প্রাণী, যাদের প্রধানত সুমাত্রা ও বোর্নিয়ো-র বনাঞ্চলে দেখা যায়। [ইং. orange-outang. মালয়ি ভাষায় মূল অর্থ বনের মানুষ বা বনমানুষ]।

ওরসা

ওরসা [ ōrasā ] বিণ. ভিজে, আর্দ্র; স্যাঁতসেঁতে। [দেশি]।