ও ওকালতনামা ওকালতনামা [ ōkālatanāmā ] বি. আমমোক্তারনামা, উকিল হিসাবে নিয়োগের পত্র, power of attorney. [আ. ওকালত্ + ফা. নামহ্]।
ও ওঁচা ওঁচা, ওঁছা [ ōn̐cā, ōn̐chā ] বিণ. অত্যন্ত নিকৃষ্ট বা বাজে, হীন, খেলো (বাজার থেকে পয়সা দিয়ে যত ওঁচা জিনিস নিয়ে এসেছে)। [সং. উঞ্চ]।
ও ওঁচলা ওঁচলা [ ōn̐calā ] বি. ১. খোসা; শস্যের ঝেড়ে-ফেলা অসার অংশ; ২. জঞ্জাল, আবর্জনা। [সং. উঞ্ছ > ওঁচ + বাং. লা]।
ও ওঁ ওঁ, ওম্ [ ō, m̐ōm ] বি. প্রণব বা সকল মন্ত্রের আদ্যবীজ; সকল মন্ত্রের ভিত্তিভূমি; ঈশ্বরবাচক ধ্বনি বা চিহ্ন; ব্রহ্মের শব্দপ্রতীক। [সং. অ + উ +ম্]। ওঁকার, ওঙ্কার, ওংকার–বি. ওঁ ধ্বনি।