ও ওডিকোলন ওডিকোলন [ ōḍi-kōlana ] বি. জার্মানির্ কলন্ শহরে (ফরাসি নাম কলঞ্) প্রস্তুত সুগন্ধ সুরাসারবিশেষ। [ফ. eau-de-cologne, মূল ফ. উচ্চারণ- য়্য-দ্য-কলঞ্]।
ও ওঠবস ওঠবস [ ōţha-basa ] বি. ১. ক্রমাগত ওঠা আর বসা; ২. একই সঙ্গে চলাফেরা (সারাদিন তোমার সঙ্গে ওঠবস করি, আর আমিই এটা জানতে পারলাম না!)। [বাং. ওঠা + বসা]।
ও ওটা ওটা [ ōţā ] সর্ব. (অবজ্ঞাসূচক) ব্যক্তি বা বস্তুর নির্দেশক (ওটা আবার কী. ওটা ফেলে দাও)। [বাং. ও২. + টা]।
ও ওঝা ওঝা [ ōjhā ] বি. ১. মন্ত্রতন্ত্রের দ্বারা যে সাপের বিষের চিকিত্সা করে; ২. মন্ত্রতন্ত্রের সাহায্যে যে ভূত নামায়; রোজা; ৩. ব্রাহ্মণদের উপাধিবিশেষ। [সং. উপাধ্যায় > প্রাকৃ. উঅজঝাঅ]।
ও ওজোগুণ ওজোগুণ [ ōjō-guņa ] বি. সাহিত্যিক রচনার গাম্ভীর্য আনে এমন বৈশিষ্ট্য বা উদ্দীপক গুণবিশেষ। [সং. ওজ্স্ + গুণ]।