ওতআত

ওতআত–বি. অন্ধিসন্ধি, ঘাঁতঘোঁত।

ওত

ওত [ ōta ] বি. শিকারের বা আক্রমণের উদ্দেশ্যে আত্মগোপন করে অপেক্ষা। [দেশি]। ওতআত–বি. অন্ধিসন্ধি, ঘাঁতঘোঁত। ওতপাতা–ক্রি. বি. শিকারের অপেক্ষায় থাকা; (হেঁট হয়ে) শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি থাকা।

ওড়িশি

ওড়িশি–বি. ওড়িশার নৃত্য। বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িশি সংস্কৃতি)।

ওড়িশা

ওড়িশা [ ōḍiśā ] বি. উড়িষ্যা-র বর্তমান অধিকতর চলিত রূপ। ওড়িশি–বি. ওড়িশার নৃত্য। বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িশি সংস্কৃতি)। [ওড়িশা + বাং. ই]।

ওড়িয়া

ওড়িয়া, উড়িয়া [ ōḍiỷā, uḍiỷā ] বি. উড়িষ্যা বা ওড়িশা প্রদেশের লোক বা ভাষা (ওড়িয়ার সঙ্গে বাংলার বেশ মিল আছে)। বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িয়া সংস্কৃতি)। [সং. ওড্র]।

ওড়ব

ওড়ব, ঔড়ব [ ōḍba, auḍba ] বি. মার্গসংগীতের রাগের জাতিবিশেষ যাতে মাত্র পাঁচটি স্বর ব্যবহৃত হয় যেমন ভূপালি হিন্দোল প্রভৃতি। [সং. ওড়ব, ওড়ব + অ]।

ওড়

ওড়– বি. ১. ওড়পুষ্প; জবাফুল। ২. ওয়াড়-এর রূপভেদ।

ওড়পুষ্প

ওড়পুষ্প, ওড় [ ōḍ-puşpa, ōḍ ] বি. জবাফুল। [সং. ওড্র, ওড্রপুষ্পম্]।

ওড়না

ওড়না [ ōḍnā ] বি. স্ত্রীলোকের পাতলা চাদর বা উত্তরীয়। [সং. অববেষ্টন; তি. হি. ওঢ়না]।

ওড়ন

ওড়ন-পাড়ন [ ōḍna-pāḍna ] বি. ১. পেতে শোয়ার ও গায়ে দেবার চাদর; ২. উঠানো ও পেতে দেওয়া। [হি. ওঢ়না + বাং. পাড়ন]।